MI vs DC: ঝড় তুলে কামিন্সের রেকর্ড ভাঙলেন শেফার্ড, সামারসেটের নজির ভেঙে ইতিহাস মুম্বইয়ের Updated: 07 Apr 2024, 08:37 PM IST Tania Roy Mumbai Indians vs Delhi Capitals: মুম্বই ইন্ডিয়ান্স যদি প্রথমে ব্যাট করে ২০০+ রান করে দেয়, তবে তাদের হারানো কঠিন। পরিসংখ্যান বলছে, আইপিএলে এখনও পর্যন্ত মুম্বই ১৪ বার প্রথমে ব্যাট করে ২০০ বা তার বেশি রান করেছে। এবং সেই ১৪টি ম্যাচই তারা জিতেছে।