মন্ত্রিসভার পুরনো সঙ্গীদের উপরই মূলত আস্থা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে একাধিক নয়া মুখকেও মন্ত্রিসভায় জায়গা করে দিলেন। সোমবার রাজভবনে তৃতীয় দফায় মমতা সরকারের ৩৪ জন মন্ত্রী শপথ নিতে চলেছেন। তাঁদের মধ্যে পূর্ণমন্ত্রী হচ্ছেন ২৪ জন। ১০ জন পাচ্ছেন স্বাধীন দফতর। প্রত্যাশিতমতোই মন্ত্রী হচ্ছেন অমিত মিত্র। অবশ্যই সবথেকে নজরকাড়া মন্ত্রী হচ্ছেন অখিল গিরি। যিনি শুভেন্দু অধিকারীর গড়ে তৃণমূলের লিড ধরে রাখার অন্যতম কাণ্ডারী। তবে ঠাঁই পেলেন না মদন মিত্র। একনজরে দেখে নিন তৃণমূলের মন্ত্রীদের তালিকা - (প্রতিমন্ত্রীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন)