Israelis Raid Bethlehem on Christmas: উৎসবেও ঝরল রক্ত, বড়দিনে যিশুর জন্মস্থান বেথলেহেমে হানা ইজরায়েলি বাহিনীর!
Updated: 26 Dec 2023, 07:57 AM ISTবড়দিনেও রক্ত ঝরল পশ্চিম ব্যাঙ্কে। শনিবার থেকেই গাজায় অবস্থিত শরণার্থী শিবিরগুলিতে হামলা শুরু করে ইজরায়েল। সেই হামলা জারি থাকে সোমবারও। এরই মাঝে বেথলেহেমেও ইজরায়েলি সেনা হানা দেয় বড়দিনে। এদিকে গত সপ্তাহের শেষ দুই দিনে ইজরায়েলের ১৫ জন সেনা গাজায় প্রাণ হারান বলে জানা গিয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি