IND vs IRE: রাস্তা দেখিয়েছেন অশ্বিন, চতুর্থ ভারতীয় বোলার হিসেবে এমন T20I নজির গড়লেন বুমরাহ Updated: 18 Aug 2023, 11:12 PM IST Abhisake Koley India vs Ireland 1st T20I: ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে কামব্যাক ম্যাচেই দুর্দান্ত বোলিং জসপ্রীত বুমরাহর। নিজের তথা ম্যাচের প্রথম ওভারেই জোড়া উইকেট তুলে নিয়ে বিরল নজির গড়েন তারকা পেসার।