৩১টি ম্যাচের ৫২টি ইনিংসে ব্যাট করতে নেমে টেস্ট কেরিয়ারের ৫ নম্বর শতরান তুলে নেন ঋষভ পন্ত। কঠিন পরিস্থিতিতে করা ঋষভের টেস্ট সেঞ্চুরিগুলির মধ্যে প্রতিটিই এত গুরুত্বপূর্ণ যে, কোনটি সেরা বিচার করা মুশকিল হয়ে দাঁড়াবে। আসলে পন্তের ৫টি সেঞ্চুরির মধ্যে ৪টি এসেছে বিদেশে এবং ৫টি শতরানই সিরিজের শেষ টেস্টে।