Paul Pogba-ডোপিংকাণ্ডে বড় স্বস্তি পোগবার! কমল নির্বাসন! মার্চ মাসেই মাঠে ফিরবেন ফরাসি তারকা…
Updated: 05 Oct 2024, 10:11 AM ISTবড় স্বস্তি পেলেন ফরাসি ফুটবলার পল পোগবা। ডোপিং কাণ্ডে প্রাথমিকভাবে তাঁকে চার বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল। এরপরই তিনি আবেদন জানান বিশ্ব ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ আদালতে। কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসে পল পোগবার সাজা কমল। নির্বাসন কমিয়ে ১৮ মাস করা হয়েছে, ফলে আগামী মার্চেই মাঠে নামতে পারবেন তিনি
পরবর্তী ফটো গ্যালারি