FIFA Women's World Cup 2023: বিশ্বকাপ জিতে প্লেয়ারের ঠোঁটে চুমু, স্পেনের ফেডারেশন সভাপতিকে সাসপেন্ড করল FIFA Updated: 26 Aug 2023, 09:41 PM IST Ayan Das FIFA Women's World Cup 2023: মহিলা বিশ্বকাপ জেতার পর প্লেয়ারের ঠোঁটে চুমু। সেই ঘটনায় ক্রমশ বিতর্ক বেড়েছে। এবার স্পেনের ফুটবল ফেডারেশনের পুরুষ সভাপতিকে সাসপেন্ড করল ফিফা। আপাতত ৯০ দিনের জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছে।