আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন আরও এক তারকা ক্রিকেটার। না এমনিতে তিনি বিশ্বক্রিকেটে তেমন বড় তারকা না হলেও, নিজের দেশের জাতীয় দলের হয়ে তিনি বিশ্বকাপের নায়ক। তিনি আফগানিস্তান ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার শাপুর জাদ্রান, যিনি কয়েকটা বিশ্বকাপ আগে জাতীয় দলের জার্সিতে নায়ক বনে গেছিলেন।
১০ বছরের বেশি সময় আফগানিস্তানের জাতীয় দলের হয়ে খেলার পর অবসর ঘোষণা করলেন শাপুর জাদ্রান। বাঁহাতি পেসার দীর্ঘদিন আফগানিস্তান ক্রিকেটের উন্নতিতে কাজ করে গেছেন। কারণ দলে নিজের খেলার পাশাপাশি উঠতি প্রতিভাবান ক্রিকেটারদেরও তিনি উদ্বুদ্ধ করে গেছেন। দেশের হয়ে ওডিআই এবং টি২০ বিশ্বকাপে খেলেছেন তিনি।
আইসিসি ওডিআই বিশ্বকাপে আফগানিস্তান ক্রিকেটের ইতিহাসে জাদ্রানের নাম লেখা থাকবে সোনার অক্ষরে। কারণ ২০১৫ সালের বিশ্বকাপে তিনি স্কটল্যান্ডের বিরুদ্ধে দুনেদিনে দলের প্রথম বিশ্বকাপ জয়ের ম্যাচে উইনিং রান নিয়েছিলেন। যদিও এর কিছুদিন পর থেকেই আফগান ক্রিকেট দলে অনিয়মিত হয়ে পড়েন তিনি। উঠে আসে ওমারজাই, ইব্রাহিম জাদ্রান, রহমানউল্লাহ গুরবাজের মতো ভালো ব্যাটাররা। এছাড়াও নবিন উল হক, ফজলহক ফারুখি, গুলবদিন নইবের মতো বোলাররাও উঠে এসেছে।
আরও পড়ুন-‘ISLএ এত ভালো ফুটবল হয় জানতাম না, ট্রফি জিততে চাইব…’ বলছেন লালহলুদ তারকা সেলিস
২০২০ সালে শেষবার নয়ডায় এই ক্রিকেটার আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। এবার ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারই নিজের সোশাল নেটওয়ার্কিং সাইটের পাতায় লিখে ভক্তদের জানিয়ে দিলেন, আর নয়। এবার আন্তর্জাতিক ক্রিকেটকে এখানেই বিদায় জানাতে চলেছেন তিনি। দেশের জার্সিতে ৮০ আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন তিনি। ওডিআইতে ৪৩ এবং টি২০তে ৩৭ উইকেট নিয়েছেন তিনি।
তিনি লেখেন, ‘আমি কখনই চাইতাম না আজকের দিনটার মুখোমুখি হতে। কিন্তু সব ক্রিকেটারকেই একদিন না একদিন এই দিনটার মুখোমুখি হতেই হয়। ২২ বছর ধরে ক্রিকেটকে ভালোবাসার পর, সাধনার পর আমি অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। এটা আমার জীবনের একটা কঠিন সিদ্ধান্ত, কারণ ক্রিকেট শুধু আমার কাছে খেলা নয়। এটাই আমার পরিচয়, এটাই আমার শখ। আমি ছোট থেকেই আফগানিস্তানের হয়ে খেলার স্বপ্ন দেখতাম, আর আজ যখন পিছন ফিরে দেখি তখন দেশের পতাকা আন্তর্জাতিক মঞ্চে ওড়াতে পেরে নিজেকে গর্বিত বোঝ করি ’।