আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের পাঞ্জাব থেকে রাজ্যসভার সাংসদ হওয়ার জল্পনা উড়িয়ে দিল আম আদমি পার্টি (আপ)। তিনি পাঞ্জাব থেকে রাজ্যসভার সাংসদ হচ্ছেন না।
দলের তরফে জানানো হয়েছে, আম আদমি পার্টির জাতীয় আহ্বায়কের দায়িত্ব সারা দেশেই রয়েছে, এবং তিনি পঞ্জাব থেকে রাজ্যসভার সাংসদ হবেন না। গত কয়েকদিন ধরেই এনিয়ে জল্পনা ছড়িয়েছিল। এবার এল জবাব।
দলের প্রবীণ নেতা সোমনাথ ভারতী পিটিআইকে বলেছেন, 'অরবিন্দ কেজরিওয়াল রাজ্যসভায় যাবেন না কারণ দেশে দলের সম্প্রসারণের বড় দায়িত্ব তাঁর রয়েছে এবং তিনি এটি নিয়ে কাজ করছেন।
পাঞ্জাবের রাজ্যসভার বর্তমান সাংসদ সঞ্জীব অরোরাকে লুধিয়ানা পশ্চিম বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করার পর অরবিন্দ কেজরিওয়ালের রাজ্যসভায় যাওয়ার গুঞ্জন আরও তীব্র হয়।
লুধিয়ানার শিল্পপতি সঞ্জীব অরোরা ২০২২ সাল থেকে রাজ্যসভার সদস্য। গত মাসে এএপি বিধায়ক গুরপ্রীত বাসি গোগির মৃত্যুর পরে লুধিয়ানা পশ্চিম আসনটি শূন্য হওয়ার সাথে সাথে উপনির্বাচনের জন্য তাঁর নাম এসেছিল।
বুধবার আপের প্রধান মুখপাত্র প্রিয়াঙ্কা কক্করও পাঞ্জাব থেকে অরবিন্দ কেজরিওয়ালের রাজ্যসভার সাংসদ হওয়ার গুজব অস্বীকার করেছেন।
কক্কর বলেন, লুধিয়ানা পশ্চিম আসনে সঞ্জীব অরোরা সেরা প্রার্থী এবং সে কারণেই তাকে সেখান থেকে প্রার্থী করা হয়েছে।
তিনি বলেন, পাঞ্জাব থেকে কেজরিওয়াল রাজ্যসভায় পৌঁছাবেন বলে যে জল্পনা ছড়িয়েছে তা সম্পূর্ণ ভুল।
তিনি বলেন, অরবিন্দ কেজরিওয়াল সম্পর্কে আগে মিডিয়ার সূত্রগুলি বলেছিল যে তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হবেন এবং এখন তারা বলছে যে তিনি পাঞ্জাব থেকে রাজ্যসভায় যাবেন। এই দুটি সংবাদমাধ্যমের সূত্রই একেবারেই ভুল।
কেজরিওয়াল আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক এবং তিনি একটি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নন।
এর আগে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য প্রশ্ন তুলেছিলেন, সঞ্জীব অরোরার প্রার্থী হওয়ার উদ্দেশ্য কি ‘নয়াদিল্লিতে সদ্য নিজের আসন হারানো অরবিন্দ কেজরিওয়ালের পঞ্জাব থেকে রাজ্যসভায় মনোনীত হওয়ার পথ পরিষ্কার করা?’
কেজরিওয়ালের পরিবর্তে পাঞ্জাবের কেউ রাজ্যের প্রতিনিধিত্ব করলে ভাল হত না? অমিত মালব্য এক্স-এ একটি পোস্টে জিজ্ঞাসা করেছেন।
দিল্লির তিনবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে নয়াদিল্লি আসন থেকে বিজেপির পরবেশ ভার্মার কাছে পরাজিত হন। তবে এবার যে তিনি পাঞ্জাব থেকে রাজ্য সভার সদস্য হচ্ছেন না সেটা দলের তরফে জানানো হয়েছে।