যে কোনও জায়গা থেকেই অ্যাকাউন্টের তথ্য অ্যাক্সেস করা যাবে। নয়া সুবিধা পাবেন পোস্ট অফিস স্মল সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকরা। প্রয়োজন নেই নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিংয়ের অ্যাক্সেসেরও। নয়া ই-পাসবুক ফিচারের মাধ্যমে এই সুবিধা পাবেন গ্রাহকরা।
'১২.১০.২০২২ থেকে জাতীয় (ক্ষুদ্র) সেভিংস স্কিম অ্যাকাউন্ট হোল্ডারদের সহজ এবং আধুনিক ডিজিটাল সুবিধা মিলবে,' বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডাক বিভাগ।
এই সুবিধা চালু হলে, পোস্ট অফিস স্মল সেভিংস গ্রাহকরা নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং ছাড়াই যে কোনও সময়, যে কোনও জায়গায় অ্যাকাউন্টের তথ্যাদি অ্যাক্সেস করতে পারবেন। ই-পাসবুকের জন্য রেজিস্টার্ড মোবাইল নম্বর থাকলেই হবে। পরিষেবাটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
E-passbook: কী কী সুবিধা পাবেন?
১) ব্যালেন্স জানতে পারবেন।
২) মিনি অ্যাকাউন্ট স্টেটমেন্ট পাবেন। সেভিংস অ্যাকাউন্ট (POSA), সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট (SSA) এবং পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট (PPF)-এর শেষ ১০টি লেনদেনের স্টেটমেন্ট পাওয়া যাবে। এই মিনি স্টেটমেন্ট পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করা যাবে।
কীভাবে অ্যাক্সেস করবেন?
এর জন্য বা ওয়েবসাইটে যেতে হবেন। সেখানে দেওয়া e-Passbook লিঙ্কে ক্লিক করতে হবে।
সেখানে অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ক্যাপচা লিখে লগইন করতে হবে। রেজিস্টার্ড নম্বরে একটি OTP-ও আসবে। সেটি দিন।
সেখানে,
a) Balance Enquiry
(b) Mini Statement
(c) Full Statement
এই তিনটি অপশন পাবেন। এরপর যেটি আপনার প্রয়োজন, তাতে ক্লিক করলেই হবে।