করোনাকালে নাওয়া-খাওয়া ভুলে মানুষের সেবায় নিয়োজিত তাঁরা। দেশবাসীকে এই অতিমারীর হাত থেকে রক্ষা করতে নিজেদের উজাড় করে দিচ্ছেন, চিকিত্সক, নার্স তথা মেডিক্যাল পেশার সঙ্গে যুক্ত সর্বস্তরের মানুষজন। বাদ নেই ডাক্তারির ছাত্রছাত্রীরাও। মেডিক্যাল প্রশিক্ষণের সঙ্গে যেসব ছাত্রছাত্রীরা ও স্বাস্থ্যকর্মীরা কোভিড ডিউটির সঙ্গে যুক্ত তাঁরা সরকারি চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, এমনই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার খবর সূত্র মারফত। জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। চাকরির ক্ষেত্রে অগ্রাধিকারের পাশাপাশি, সদ্য এমবিবিএস পাশ করে বেরোনো কিংবা ফাইনাল ইয়ারের ডাক্তারি শিক্ষার্থীরা কোভিড ডিউটির জন্য নির্দিষ্ট পরিমাণ টাকাও পাবে, তেমন বন্দোবস্ত করতে চলেছে কেন্দ্র। এই গোটা বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে একটি উচ্চ পর্যায়ের ভার্চুয়াল মিটিংয়ে, যার সভাপতিত্ব করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে অক্সিজেনের পর্যাপ্ত জোগানের বন্দোবস্ত এবং অনান্য মেডিক্যাল পরিষেবার বিষয়ে আলোচনার জন্য এই বৈঠক আয়োজিত হয়েছিল। করোনা মোকাবিলার মামলায় চিকিত্সার সরঞ্জামের পাশাপাশি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মাবন সম্পদও, সেই কারণেই মেডিক্যালের ছাত্র-ছাত্রী, সবেমাত্র ডাক্তারি পাশ করা স্বাস্থ্যকর্মী ও নার্সদের কোভিড ডিউটিতে যুক্ত করবার ব্যাপারে একাধিক পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। খুব শীঘ্রই এই সম্পর্কিত বাকি তথ্য সামনে আসবে।