৩০ সেপ্টম্বের ২০০০ টাকার নোট জমা দেওয়ার শেষ সময়সীমা। গত ১৯ মে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) ঘোষণা করে দিয়েছে বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেবে। এর জন্য নির্দিষ্ট সময়সীমাও ঘোষণা করে আরবিআই। কিন্তু দেশের শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, এখনও বাজারে ২৪ হাজার কোটি টাকার মতো ২ হাজার টাকার নোট পড়ে রয়েছে।
প্রশ্ন হল, এই বিপুল অঙ্কের নোট যেখানে বাজারে পড়ে রয়েছে, সেখানে আরবিআই কী ব্যবস্থা নেবে? কারণ, নিয়ম অনুযায়ী ৩০ সেপ্টেম্বরের পর ২ হাজার টাকার নোট ধরে রাখলে তা অপরাধ হিসাবে গণ্য হবে। তবে কি টাকা জমা দেওয়ার সময় সীমা আরও কিছুটা বাড়াবে শীর্ষ ব্যাঙ্ক? সে রকম কোনও সম্ভাবনার কথা জানা যায়নি। তবে বাজারে পড়ে থাকা দু'হাজার টাকার নোট অঙ্ক দেখে সেই রকমটাই আন্দাজ করা হচ্ছে।
২০১৬ সালের নভেম্বর মাসে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করেছিল কেন্দ্র। সে ক্ষেত্রেও বাতিল টাকা ব্যাঙ্কে জমা দেওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ৩১ ডিসেম্বর। তার মধ্যে টাকা জমা না করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হয়।
(পড়তে পারেন। প্রয়াত এশিয়ান পেইন্টসের সহ প্রতিষ্ঠাতা অশ্বিন দানি, বয়স হয়েছিল ৭৯ বছর)