সংসদে এদিন একাধিক বাক্যবাণে কংগ্রেসকে নিশানা করেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার, সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রেক্ষিতে ধন্যবাদমূলক ভাষণে নাম না করে সোনিয়া গান্ধীর মন্তব্য নিয়ে তোপ দাগেন মোদী। প্রশ্ন তোলেন, কেন দেশের রাষ্ট্রপতিকে অপমান করা হল?
নরেন্দ্র মোদী এদিন তাঁর ভাষণে বলেন,' একজন মহিলা রাষ্ট্রপতিকে অপমান করা হচ্ছে। আমি রাজনৈতিক হতাশা বুঝতে পারি…কিন্তু কেন রাষ্ট্রপতিকে অপমান করা হচ্ছে? আজ ভারত এই ধরনের বিকৃত মানসিকতা ত্যাগ করে নারীর নেতৃত্বে উন্নয়নের মন্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছে...'। এরইসঙ্গে নরেন্দ্র মোদী বলেন,' জনসংখ্যার অর্ধেক পূর্ণ সুযোগ পেলে ভারত দ্বিগুণ গতিতে এগিয়ে যেতে পারে। আর কয়েক বছর ধরে ফিল্ডে কাজ করার পর আমার এই বিশ্বাস দৃঢ় হয়েছে।'
( Chinmay Prabhu Bail Case: চিন্ময়কৃষ্ণকে কেন জামিন দেওয়া হবে না? জবাবের ডেডলাইন দিয়ে 'রুল' জারি বাংলাদেশের হাইকোর্টের)
উল্লেখ্য, গোটা বিতর্কটি যে বিষয়টিকে ঘিরে তৈরি হয়েছে, তার কেন্দ্রে রয়েছে একটি ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)। সেই ভিডিয়োয় দেখা যায়, কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ নিয়ে কথা বলছেন। শুক্রবার, রাষ্ট্রপতির ভাষণের পর ছেলে রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে মা সোনিয়া গান্ধীর কথপকথনের সময়ই এই আলোচনা উঠে আসে। ভিডিয়োয় শোনা যায়, রাহুল তাঁর মাকে জিজ্ঞাসা করছেন, মন্তব্যটি ‘বোরিং (একঘেয়ে )’ ছিল কি? সোনিয়া গান্ধীকে বলতে শোনা যায়,' রাষ্ট্রপতি… বেচারি মহিলা, শেষের দিকে ক্লান্ত হয়ে গিয়েছিলেন, শেষের দিকে অনেক কষ্টে কথা বলেছেন।'