টিআরপি তালিকায় বড় চমক মিলল। বেশ কয়েক সপ্তাহ একটানা বেঙ্গল টপার হওয়ার পর গত সপ্তাহেই সেই স্থান থেকে ছিটকে গিয়েছে পরিণীতা। এই সপ্তাহেও ফিরে পেল না হারানো স্থান। জগদ্ধাত্রী নাকি ফুলকি কে হল এবারের টপার?
আরও পড়ুন: টিমটিম করছে 'জাট'-র ব্যবসা, এদিকে ৪৫ কোটির দোরগোড়ায় ‘কেশরী চ্যাপ্টার ২’! বুধবার কত আয় করল?
চলতি সপ্তাহের টিআরপি তালিকা
এই সপ্তাহেও প্রথম স্থান ধরে রাখল জগদ্ধাত্রী। প্রায় ১০০০ পর্বের কাছে এসেও ম্যাজিক দেখাচ্ছে অঙ্কিতার এই মেগা। জগদ্ধাত্রীর এই সপ্তাহের প্রাপ্ত নম্বর ৭.৫। এই সপ্তাহে দ্বিতীয় নম্বরে নেমে এসেছে ফুলকি। তার সঙ্গে রয়েছে পরিণীতা। দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৯। বলাই বাহুল্য প্রথমের সঙ্গে দ্বিতীয়ের নম্বরের বিস্তর ফারাক।
তৃতীয় স্থানে আছে পরশুরাম। টিআরপি তালিকায় স্থান অনুযায়ী পরিণীতার ঘাড়ে নিঃশ্বাস ফেললেও দুই ধারাবাহিকের নম্বরের ফারাক বাড়ছে। এই সপ্তাহে ইন্দ্রজিৎ বসু এবং তৃণা সাহার ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৯। চতুর্থ স্থানে আছে রাঙামতী তীরন্দাজ। স্টার জলসার এই মেগা এই সপ্তাহে পেয়েছে ৫.৮। পাঁচ নম্বরে আছে গীতা এলএলবি। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৬।
আরও পড়ুন: যশকে সঙ্গে নিয়ে বোনের বিয়েতে নুসরত! নজহত সাতপাকে বাঁধা পড়তেই লিখলেন, ‘আমার ছোট্ট বোনটা তার…’
এক ঝলকে দেখুন এই সপ্তাহের সেরা দশ কারা?
প্রথম: জগদ্ধাত্রী (৭.৫)
দ্বিতীয়: ফুলকি / পরিণীতা (৬.৯)
তৃতীয়: পরশুরাম আজকের নায়ক (৫.৯)
চতুর্থ: রাঙামতী তীরন্দাজ (৫.৮)
পঞ্চম: গীতা এলএলবি (৫.৬)
ষষ্ঠ: গৃহপ্রবেশ / চিরদিনই তুমি যে আমার (৫.৪)
সপ্তম: কথা (৫.২)
অষ্টম: চিরসখা (৫.০)
নবম: কোন গোপনে মন ভেসেছে (৪.৯)
দশম: অনুরাগের ছোঁয়া + রোশনাই (প্রথম। ১৫ মিনিট) (৪.৫)
নন ফিকশন শোয়ের মধ্যে ড্যান্স বাংলা ড্যান্স পেয়েছে ৩.৮ নম্বর। দিদি নম্বর সানডে স্পেশ্যাল এপিসোডের প্রাপ্ত নম্বর ৫.০। বাকি সপ্তাহে দিদি নম্বর ওয়ান পেয়েছে ১.৩ এবং ১.৯ নম্বর।