গত ৫ অগস্ট ক্ষমতাচ্যুত হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লিগ। বর্তমানে দেশ চালাচ্ছে অন্তবর্তী সরকার। দেশের সাধারণ নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে তারা। রাজনৈতিক দলগুলিও দ্রুত নির্বাচন সম্পন্ন করার জন্য অন্তর্বতী সরকারের ওপর চাপ দিচ্ছে। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের পাশাপশি দলে কাদের নেওয়া হবে সে বিষয়ে কড়া বার্তা দিল বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল কড়া বার্তা দিয়ে বলেছেন, গণহত্যা, দুর্নীতি ও সন্ত্রাসের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোনও স্থান নেই। ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরিতে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন বিএনপি নেতা।
আরও পড়ুন: 'আবার পথে নামতে হবে...', এবার ইউনুসের বিরুদ্ধে আন্দোলনের ডাক BNP-র?
এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশের সাধারণ নির্বাচনের উপর জোর দেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় হল জনগণের শাসন প্রতিষ্ঠা করা। নির্বাচিত সংসদের মাধ্যমে দেশ পরিচালনা করা ছাড়া আর কোনও বিকল্প ধারণা নেই।’ তাঁর কথায়, জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। এছাড়া, আর অন্য কোনও উপায় নেই। তিনি জানান, সকল প্রতিষ্ঠানে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় তাহলে এটাই হবে সব থেকে বড় রক্ষাকবজ। তিনি কড়া বার্তা দিয়ে বলেন, যারা গণহত্যা দুর্নীতি এবং জঙ্গিবাদের সঙ্গে জড়িত তাদের বিএনপি দলে নেওয়া হবে না।
এদিন শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে দুস্থ মানুষদের সহযোগিতা না করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, ‘আশা করেছিলাম এই সমস্ত দুঃস্থ মানুষদের শীত বস্ত্র বিতরণ করা হবে। কিন্তু এখনো পর্যন্ত সরকারের তেমন কোনও উদ্যোগ চোখে পড়ল না। তাই আমরা নিজেরাই এই সমস্ত মানুষদের শীতবস্ত্র বিতরণ করেছি।’ তাঁর আশা আগামী দিনে সরকার তাদের সাহায্যে এগিয়ে আসবে।
জানা যাচ্ছে, দলের তরফে ঠাকুরগাঁও পুরসভায় বিএনপি মোট ৬০০ কম্বল বিতরণ করেছে। মির্জা ফখরুল আরও বলেন, দেশের উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বেশি রয়েছে। তাই দলের তরফে এই উদ্যোগ। এদিন শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দলের মহাসচিব ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলি, আনসারুল হক, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম শরিফ, দফতর সম্পাদক মামুনুর রশিদ, পুর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান প্রমুখ। এছাড়াও জেলা ছাত্রদলের সভাপতি কায়েসসহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।