জল্পনা ছিলই, সেই মতোই মঙ্গলবার নিজের পদ থেকে ইস্তফা দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে এত দিন ধরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার চেয়ারে থাকা নাহিদ ইসলাম। আজ (মঙ্গলবার - ২৫ ফেব্রুয়ারি, ২০২৫) দুপুর ৩টে নাগাদ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই ঘটনার সত্যতায় সিলমোহর দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম।
তিনি এদিন তাঁর টাইমলাইনে নাহিদ ইসলামের পদত্যাগপত্রটি পোস্ট করেন। সেই চিঠি অনুসারে, এদিনই পদত্যাগ করেছেন নাহিদ। যে জল্পনা আগেই করা হয়েছিল যে নাহিদ মঙ্গলবার তাঁর বর্তমান পদে ইস্তফা দিয়ে বুধবারই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নতুন দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন। যদিও পরবর্তীতে জানা যায়, বুধবার নয়, খুব সম্ভবত আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি, ২০২৫) বাংলাদেশে এই নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে। নাহিদও ওই দিনই তাঁর দায়িত্বভার গ্রহণ করবেন।
নাহিদের বয়স মাত্র ২৭ বছর। মূলত, গত বছর বাংলাদেশে যে 'বৈষম্যবিরোধী' ছাত্র আন্দোলন হয়েছিল, যার জেরে পরবর্তীতে শেখ হাসিনাকে পর্যন্ত পদত্যাগ করতে হয়, মূলত সেই আন্দোলনের সময় থেকেই নাহিদ ইসলামের উত্থান শুরু।
এদিন নাহিদ তাঁর পদত্যাগপত্রের একেবারে শুরুতেই জুলাই আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং আন্দোলন পরবর্তী সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করার জন্য মহম্মদ ইউনুসকে কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তাঁকে জায়গা করে দেওয়ার জন্যও বর্তমান প্রশাসন, বিশেষ করে ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
তাঁর বক্তব্য, সময়ের দাবি মেনে এবং বাংলাদেশের ছাত্র ও আমজনতার স্বার্থেই ফের একবার তাঁদের মাঝে গিয়ে কাজ করতে চান তিনি। যার থেকে স্পষ্ট বাংলাদেশের আসন্ন নতুন দল আত্মপ্রকাশের পরমুহূর্ত থেকেই রাজনৈতিক ভিত পোক্ত করার কাজে লেগে যাবে।
তথ্যাভিজ্ঞ মহলের একাংশের দাবি, এই নতুন দলের মাধ্যমেই আগামী দিনে সম্ভবত বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াতেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকবেন মহম্মদ ইউনুস। সংশ্লিষ্ট ওই মহলের ব্যাখ্যা - পিছন দরজা দিয়ে হাতে আসা রাষ্ট্রীয় ক্ষমতা হাতছাড়া করতে ইউনুস যে মোটেও আগ্রহী নন, নতুন দলের গঠন এবং সেই দলের নেতৃত্বের দায়িত্ব নাহিদ ইসলামের মতো বিশ্বস্ত তরুণের হাতে তুলে দেওয়াই তার প্রমাণ। যদিও এই তত্ত্বের সারবত্তা কতটা, তার উত্তর দেবে সময়।
এদিকে, এদিন কেয়ারটেকার সরকার থেকে পদত্যাগ করার পর নাহিদ খোলাখুলিই সাংবাদিকদের জানান, তাঁর নতুন রাজনৈতিক দলে অংশ নেওয়ার বিষয়ে আগ্রহ রয়েছে। রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা রাখতেই যে তিনি পদত্যাগ করেছেন, তাও স্পষ্ট জানিয়েছেন নাহিদ ইসলাম।