বাংলা নিউজ > ঘরে বাইরে > Nagpur Violence Latest Update: ‘গুজব’ ছড়াতেই হিংসায় পুড়ল নাগপুর, জখম ২৫ পুলিশ, আটক ২০; কী কারণে ঝামেলা?

Nagpur Violence Latest Update: ‘গুজব’ ছড়াতেই হিংসায় পুড়ল নাগপুর, জখম ২৫ পুলিশ, আটক ২০; কী কারণে ঝামেলা?

‘গুজব’ ছড়াতেই হিংসায় পুড়ল নাগপুর, জখম ২৫ পুলিশ, আটক ২০; কী কারণে ঝামেলা? (PTI)

১৭ মার্চ নাগপুরের মহল এলাকায় পাথর ছোড়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপরই নাগপুর পুলিশ শহরে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করে। হিংসায় জখম হয়েছেন ২৫ পুলিশকর্মী। সঙ্গে জখম হন ফায়ার ব্রিগেডের কর্মীরাও। এই পর্যন্ত হিংসায় জড়িত থাকা সন্দেহে ২০ জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে নাগপুরে।

ঔরঙ্গজেবের সমাধি নিয়ে ভুয়ো খবর ছড়ানোর জেরে হিংসা মহারাষ্ট্রের নাগপুরে। অভিযোগ, এই ভুয়ো খবর ঘিরে উত্তেজনা ছড়াতে একটি ধর্মগ্রন্থ পোড়ানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। যার জেরে এক সম্প্রদায়ের ভাবাবেগে চোট লাগে। জানা যায়, ১৭ মার্চ নাগপুরের মহল এলাকায় পাথর ছোড়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপরই নাগপুর পুলিশ শহরে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করে। হিংসায় জখম হয়েছেন ২৫ পুলিশকর্মী। সঙ্গে জখম হন ফায়ার ব্রিগেডের কর্মীরাও। এই পর্যন্ত হিংসায় জড়িত থাকা সন্দেহে ২০ জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে নাগপুরে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ আধিকারিকরা সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য ভিডিয়ো ক্লিপগুলি স্ক্যান করছেন। এই ঘটনায় এফআইআর নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। নাগপুরে শহরে শান্তি বজায় রাখতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার জন্যও পুলিশের পক্ষ থেকে জনগণকে আবেদন করা হয়েছে।

এদিকে নাগপুরের পুলিশ কমিশনার ডাঃ রবীন্দ্র সিঙ্ঘল বলেছেন, 'আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। একটি ধর্মগ্রন্থ পোড়ানো হয়েছিল যার পরে লোকেরা জড়ো হয়েছিল এবং পরে হিংসা ছড়ায়। আমরা খবর পেয়েই হিংসা থামাতে ব্যবস্থা নিয়েছি। একটি প্রতিনিধি দলও আমার সাথে দেখা করতে আমার অফিসে এসেছিল। আমরা এফআইআর নথিভুক্ত করেছি। ঘটনাটি ঘটেছে রাত সাড়ে ৮টার দিকে। দুটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় পুলিশ।' সংবাদ সংস্থা এএনআই বেশ কয়েকটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ করেছে যেখানে পুলিশ আধিকারিকদের ব্যবস্থা নিতে দেখা যায়।

এদিকে নাগপুর হল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের নিজের শহর। এই আবহে রাজ্যবাসীর কাছে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি। একই বার্তা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি। এদিকে এই হিংসা প্রসঙ্গে ফড়নবীস বলেন, 'নাগপুরের মহল এলাকায় যেভাবে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। কেউ কেউ পুলিশকে লক্ষ্য করে পাথরও ছোড়ে। এটা ভুল। আমি পরিস্থিতির ওপর নজর রাখছি। আইনশৃঙ্খলা রক্ষায় যা যা কঠোর পদক্ষেপ নেওয়া দরকার পুলিশ কমিশনারকে তা নিতে বলেছি। যদি কেউ দাঙ্গা করে বা পুলিশের দিকে পাথর ছোড়ে বা সমাজে উত্তেজনা সৃষ্টি করে, তবে এই সমস্ত লোকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আমি সকলের কাছে আবেদন করছি নাগপুরের শান্তি বিঘ্নিত হতে দেবেন না। কেউ উত্তেজনা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

নাগপুরে আসলে কী হয়েছিল?

জানা যায়, ঔরঙ্গজেবের কবর অপসারণের দাবিতে একটি ডানপন্থী সংগঠন বিক্ষোভ দেখাচ্ছিল নাগপুরে। সেই সময় মুসলিম সম্প্রদায়ের পবিত্র গ্রন্থ পোড়ানো হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। এরপর মহারাষ্ট্রের নাগপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। পরে হিংসা থামাতে গিয়ে ২৫ জন পুলিশকর্মী জখম হন। সঙ্গে জখম হন ফায়ার ব্রিগেড কর্মীরাও। কর্মকর্তারা জানিয়েছেন, মধ্য নাগপুরের চিটনিস পার্ক ও মহল এলাকায় উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে। কর্মকর্তারা জানিয়েছেন, বিকেলে কোতোয়ালি ও গণেশপেঠে সহিংসতা ছড়িয়ে পড়ে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, চিটনিস পার্ক থেকে শুক্রবার তালাও রোড পর্যন্ত এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে দাঙ্গাকারীরা কয়েকটি চার চাকার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর লক্ষ্য করেও পাথর ছোড়া হয় বলে জানিয়েছেন আধিকারিকরা। এরপর হাজার হাজার মানুষের ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশকে অনেক চেষ্টা করতে হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, বিকেলে মহল এলাকায় ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তির কাছে বজরং দলের সদস্যরা বিক্ষোভ দেখালে ঝামেলা শুরু হয়। পুলিশ জানায়, আন্দোলন চলাকালে কোরান পোড়ানো হয়েছে বলে গুজব ছড়ায়। পুলিশ সূত্রে খবর, বজরং দলের বিক্ষোভের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলে মুসলিম সম্প্রদায়ের মানুষদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে খবর, সন্ধ্যায় গণেশপেঠ থানায় পবিত্র বই পোড়ানোর অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মহল, কোতোয়ালি, গণেশপেঠ, চিটনিস পার্ক-সহ শহরের বিভিন্ন এলাকায় জড়ো হতে শুরু করেন মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ। গোলমাল আঁচ করতে পেরে পুলিশ টহল জোরদার করে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী ডেকে আনে। এদিকে, চিটনিস পার্ক ও মহল এলাকায় পুলিশকর্মীদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়, এরপরই পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। অন্যান্য এলাকা থেকেও সহিংসতার খবর আসতে শুরু করে। বজরং দলের কর্মীরা অবশ্য কোরান পোড়ানোর অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে তারা তাদের প্রতিবাদের অংশ হিসাবে কেবল ঔরঙ্গজেবের একটি কুশপুতুল পোড়িয়েছেন।

পরবর্তী খবর

Latest News

চাকরিহারাদের আন্দোলনে ভাটা পড়েছে, সংখ্যা কমতে শুরু করেছে, ঝাঁঝ কমল কেন?‌ সিলিং ফ্যানের উপর পাখা বাঁধতেই বেরিয়ে আসে ACর মতো ঠান্ডা হাওয়া, ভাইরাল ভিডিয়ো অশান্ত কাশ্মীর থেকে ফিরছেন দেবদূতের ভাই! 'নিরাপত্তার গাফিলতি ছিল', দাবি অভিনেতার ফের রক্তাক্ত জম্মু ও কাশ্মীর, দেশের জন্যে সর্বোচ্চ ত্যাগ ভারতীয় সেনা জওয়ানের মুম্বই হামলার পরেও খুলেছিল দরজা, পহেলগাঁওয়ের ক্ষোভে তালা পড়ল ভারত-পাক ক্রিকেটে! সুযোগ পেলে অবশ্যই IPL-এ খেলব… PSL-এ কি খেলতে চান না পাকিস্তানের পেসার আমির? সন্তান নষ্ট হচ্ছে আপনার হাতেই! এই ৫ লক্ষণ দেখলে আগে থেকে সতর্ক হোন যশকে সঙ্গে নিয়ে বোনের বিয়েতে নুসরত! লিখলেন, ‘আমার ছোট্ট বোনটা তার…’ পহেলগাঁওয়ের 'বদলা'! মধ্যরাতে পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ, ঘুম উড়ল ইসলামাবাদের গুরু গৃহে দুর্বল বুধ মেষে পৌঁছেই হবে বলবান, ৫ রাশির চাকরি ব্যবসায় ফেরাবে সুসময়

Latest nation and world News in Bangla

ফের রক্তাক্ত জম্মু ও কাশ্মীর, দেশের জন্যে সর্বোচ্চ ত্যাগ ভারতীয় সেনা জওয়ানের পহেলগাঁওয়ের 'বদলা'! মধ্যরাতে পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ, ঘুম উড়ল ইসলামাবাদের সিন্ধু জল চুক্তি তো স্থগিত হল, তাতে পাকিস্তানের ওপর কোন প্রভাব? পহেলগাঁও জঙ্গি হামলায় উল্লাস করা 'দেশদ্রোহী' নওশাদ দীর্ঘকাল ছিল পশ্চিমবঙ্গে ‘কাল হো না হো’, শেষ ভিডিয়োয় বউয়ের জন্যে শাহরুখ হয়েছিলেন নিহত নৌসেনা অফিসার পহেলগাঁও হামলার মাঝে ভারতের 'টুঁটি চাপার' দাবি ঢাকায়, হাই কমিশনের উদ্দেশে মিছিল কাশ্মীরকে 'ঘাড়ের শিরা' বানাতে গিয়ে শুকোবে পাক 'ধমনী'? গলাবাজি ইসলামাবাদের থরহরি কম্প! ভারতের 'আরও কঠোর' পদক্ষেপের শঙ্কায় প্রাক্তন পাক হাইকমিশনার থেকে সেনা কাশ্মীরের ঘাতক জঙ্গিদের খোঁজ দিলেই মোটা টাকা পুরস্কার, জানাবেন কোন নম্বরে? ধাওয়া করে প্রাক্তন ব্যাঙ্ককর্মীকে গুলি, বিবাহবার্ষিকী উদযাপনে গিয়ে নিহত ব্যক্তি

IPL 2025 News in Bangla

সুযোগ পেলে অবশ্যই IPL-এ খেলব… PSL-এ কি খেলতে চান না পাকিস্তানের পেসার আমির? ১০৩টে ক্যাচ মিস! ৫ বছরের IPL ইতিহাসে আগে কখনও এত খারাপ হয়নি, চিন্তায় উদ্যোক্তারা ২০১৬-র পরে ফের IPL-এ এই কীর্তি রোহিতের, SRH-কে উড়িয়ে একলাফে লিগ টেবিলের তিনে MI রিভার্স স্কুপে ছক্কা হাঁকানোর পরের বলেই ক্লাসেনকে ফিরিয়ে ট্রিপল সেঞ্চুরি বুমরাহর সততা দেখাতে গিয়ে বোকা কালিদাস হলেন ইশান,আউট না হয়েও পুরনো দলকে উপহার দিলেন উইকেট টসের পরে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার নিন্দা হার্দিকের,ভারতের পাশে অজি তারকা কামিন্স ধোনি হওয়ার চেষ্টা করছে পন্ত, সেই লেভেলের ধারেকাছেও নয়, দাবি জাতীয় দলের সতীর্থর লখনউয়ের ঘরের ছেলেকে জালে তুলে পা দোলাচ্ছে DC,২৭ কোটিতে পন্তকে নিয়ে পস্তাচ্ছে LSG শত্রুদের ঘরে ঢুকে অপমানের বদলা নিচ্ছেন! RCB থেকে LSG সকলকে জবাব দিচ্ছেন রাহুল সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদ IPL 2025- এ! দেখা যাবে না আতশবাজি ও চিয়ারলিডার

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.