ভারতের বেশিরভাগ রাজ্যে তীব্র তাপদাহে ওষ্ঠাগত হয়ে উঠেছে প্রান। গরম থেকে বাঁচতে মানুষ নানান ব্যবস্থা নিচ্ছে। এর সঙ্গে সঙ্গে, গরম থেকে বাঁচতে মানুষের বিভিন্ন কৌশলের ভিডিয়োও ভাইরাল হচ্ছে। যেমন, সম্প্রতি একজন ব্যক্তি গরম থেকে বাঁচতে এক অনন্য সমাধান খুঁজে পেয়েছেন। তাঁর এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে। ওই যুবকের খাঁটি দেশি কৌশল দেখে মানুষ তো অবাক।
কী এমন দেখা গিয়েছে ভাইরাল ভিডিয়োতে
আসলে, যুবক সিলিং ফ্যানের উপরে একটি জলের বোতল লাগিয়েছেন। দেখা গিয়েছে যে লোকটি ছাদের সিলিং ফ্যানের পাশে যে জলের বোতল ঝুলিয়ে রেখেছে, সেটিতে একটি ছোট গর্ত করা হয়েছে। এই কারণে, যখন ফ্যানটি চলছে, তখন ফোঁটা ফোঁটা জল ঝরছে, ফ্যানের ব্লেডের উপর ধীরে ধীরে জলের ফোঁটা পড়ছে এবং ফ্যানটি তা পুরো ঘরে ছড়িয়ে দিচ্ছে। এই কৌশল অবশ্যই দেখতে খুবই কার্যকর, কিন্তু এটি অত্যন্ত বিপজ্জনক। কারণ যদি একবার জলের বোতল ফ্যানের উপর পড়ে যায়, তাহলে তা ক্ষতির কারণ হতে পারে। যদি বোতল থেকে জল বের হতেই থাকে, তাহলে ফ্যানের তারে শর্ট-সার্কিট হওয়ার আশঙ্কা থাকে। এমন পরিস্থিতিতে, এই ভাইরাল কৌশল বিপজ্জনক হতে পারে।
আরও পড়ুন: (Hair Care Tips: চুল হবে ঘন আর মজবুত! হেড মাসাজের এইসব উপকারিতা জেনে নিন, একদম ঘরোয়া টোটকা)
কী বলছেন নেটিজেনরা
এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে @reelbuddy9 নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। তবুও সোশ্যাল মিডিয়ায় মানুষ এই ব্যক্তির কৌশলের প্রশংসা করছেন। নেটিজেনরা বলছেন যে এই ব্যক্তির মস্তিস্ক খুব তীক্ষ্ণ। বলা বাহুল্য, এই ভিডিয়োটি লক্ষ লক্ষ মানুষ দেখেছেন। আর হাজার হাজার মানুষ লাইক করেছেন। এই ভিডিয়োটি দেখার পর একজন লিখেছেন, সর্বত্র আতঙ্কের পরিবেশ। অনেকেই এটি দেখে হাসির ইমোজি শেয়ার করেছেন। একজন লিখেছেন যে আমরা এই ব্যক্তিকে পাঁচ লক্ষ নয়, পঞ্চাশ লক্ষ টাকা দেব। আবার কেউ বলেছেন যে এটাই চ্যাটজিপিটির ধারণা। কেউ কেউ মজা করে বলেছেন যে এটাই আসল এয়ার কুলার।