রবিবার রাতে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর মধ্যপ্রদেশের দেওয়াস জেলায় একদল যুবক নালি উল্লাসের নামে হট্টগোল করেছিল। এই আবহে উচ্ছ্বসিত উদযাপনের জন্য তাদের মাথা ন্যাড়া করিয়ে ঘোরাল মধ্যপ্রদেশ পুলিশ। সোমবার ওই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়। তাতে দেখা যায়, ন্যাড়া মাথার যুবকদের পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। এই হট্টগোলের জেরে মঙ্গলবার দেওয়াসের পুলিশ সুপার পুনিত গেহলটের সঙ্গে দেখা করেন বিজেপি বিধায়ক গায়ত্রী রাজে পুয়ার। (আরও পড়ুন: অভ্যুত্থান ঘিরে জল্পনা, বিস্ফোরক রিপোর্ট প্রকাশ্যে আসতে মুখ খুলল বাংলাদেশি সেনা)
আরও পড়ুন: উদ্ধার শতাধিক যাত্রী, পাক ট্রেন হাইজ্যাক কাণ্ডে প্রাণ গিয়েছে ১৬ বালোচ যোদ্ধার
পুয়ার বলেন, তিনি বিধানসভায় বিষয়টি উত্থাপন করেন এবং এসপির সাথে কথা বলেন। তাঁর দাবি, গ্রেফতার হওয়া যুবকদের কোনও অপরাধমূলক ব্যাকগ্রাউন্ড নেই। এই পদক্ষেপকে বাড়াবাড়ি আখ্যা দিয়ে তিনি অবিলম্বে তাঁদের মুক্তির দাবি করেন। শিগগিরই ধৃতদের ছেড়ে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, 'আমি বিষয়টি বিধানসভায় উত্থাপন করেছি এবং বিষয়টি নিয়ে এসপির সাথেও কথা বলেছি। সবাই জয় উদযাপন করছিল। যে যুবকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদের কোনও অপরাধমূলক ব্যাকগ্রাউন্ড নেই। সুতরাং তাদের সঙ্গে যাই ঘটুক না কেন, আমার মনে হয় এটা (গ্রেফতারি) তাদের সঙ্গে বাড়াবাড়ি করা হয়েছে। আমি অবিলম্বে তাদের মুক্তি দাবি করেছি এবং আমি মনে করি তারা শীঘ্রই মুক্তি পাবে' তিনি বলেছিলেন যে অতিরিক্ত এসপি-কে দিয়ে এই ঘটনার তদন্ত করাবেন এবং এই গ্রেফতরির সঙ্গে জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করা হবে। (আরও পড়ুন: স্ত্রী ঊষাকে নিয়ে ভারতে আসছেন US ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, শুল্ক জট কি কাটবে?)
এদিকে কোন পুলিশ আধিকারিকরা এই ঘটনা ঘটিয়েছেন এবং যুবক, দোকানদার ও জনসাধারণকে মারধর করেছেন, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার বিষয়টি তদন্ত করছেন। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দেওয়াস এসপি। রিপোর্ট অনুযায়ী, দেওয়াসে সায়াজি গেটের কাছে স্টেশন ইনচার্জ অজয় সিং গুর্জরের নেতৃত্বে পুলিশ কয়েকজন যুবককে বিপজ্জনকভাবে পটকা ফাটাতে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। ফুটেজে দেখা গিয়েছে, ওই যুবকরা কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করছে। সেখানে কয়েকজনকে পুলিশের গাড়ি ধাওয়া করে পাথর ছুঁড়তেও দেখা যায়। এ ঘটনায় ভিডিও প্রমাণের ভিত্তিতে ১০ যুবককে অভিযুক্ত করে মামলা দায়ের করেছে পুলিশ। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পরদিন সন্ধ্যায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যায়, তাদের কয়েকজনকে জোর করে মাথা ন্যাড়া করে পুলিশ স্টেশন থেকে সায়াজি গেট পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে।