সিঙাড়ারদাম নিয়ে বচসা গড়াল আত্মহত্যা পর্যন্ত। এমনটাই হল মধ্যপ্রদেশের অনুপ্পুর গ্রামে। জানা গিয়েছে, দাম নিয়ে ওই ক্রেতা ও তাঁর বন্ধুরা দোকানে হাঙ্গামা করার পরেই পুলিশে খবর দেন বিক্রেতা। বাড়িতে পুলিশ আসার অপমানে আত্মহত্যা করেন ওই যুবক।মৃত যুবকের নাম বজরু জয়সওয়াল। গ্রামেরই এক সিঙাড়া বিক্রেতা কাঞ্চন সাহুর দোকানে বন্ধুদের সঙ্গে যান তিনি। দোকান থেকে ২টি সিঙাড়া কেনেন বজরু। সিঙাড়া খাওয়ার পর তার দাম হিসাবে ২০ টাকা চান কাঞ্চন। কিন্তু বজরু তা দিতে অস্বীকার করেন। তিনি জানান, কয়েকদিন আগেই সাড়ে ৭ টাকা করে সিঙাড়া খেয়েছেন। হঠাত্ তা ১০ টাকা হল কী করে, প্রশ্ন করেন তিনি।উত্তরে দোকানদার জানান, নিত্যরপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির কারণে সিঙাড়ার দাম বাড়ানো হয়েছে। কিন্তু সে কথা শুনতে নারাজ বজরু। এরপরেই বন্ধুদের নিয়ে শুরু করেন গালিগালাজ। দোকানে লোক জড়ো হয়ে যায়। এরপরেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন ওই দোকানদার। ঘটনার তদন্তে বজরুর বাড়ি আসেন পুলিশকর্মীরা। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাড়িতে পুলিশ আসার অপমান সহ্য করতে পারেন বজরু। গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন তিনি।যুবকের পরিবারের অভিযোগ, পুলিশ আসার কারণেই আত্মঘাতী হয়েছেন। অন্যদিকে সিঙাড়া বিক্রেতা জানিয়েছেন, ঘটনার পর থেকে ক্রমাগত প্রতিশোধের হুমকি দেওয়া হচ্ছে তাঁকে।