সম্প্রতি মার্কিন সেনেট ফরেন রিলেশনস কমিটির তরফ থেকে এমকিউ-৯বি প্রিডেটর চুক্তিতে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এই চুক্তির আওতায় ভারত মোট ৩১টি প্রিডেটর ড্রোন কিনবে আমেরিকা থেকে। তবে এই 'সবুজ সংকেত' নাকি এতদিন আকটে ছিল খলিস্তানি জঙ্গি নেতা গুরপতবন্ত সিং পান্নুনের কারণে! জানা গিয়েছে, মার্কিন সেনেট ফরেন রিলেশনস কমিটির বাকি সব সদস্যই প্রিডেটর ড্রোন বিক্রি চুক্তির পক্ষে মত প্রকাশ করলেও এতদিন ধরে 'হ্যাঁ' বলতে দেরি করছিলেন কমিটির প্রধান বেন কার্ডিন। তবে সম্প্রতি তিনি এই চুক্তিতে সবুজ সংকেত দেন। তবে বাইডেন প্রশাসনের সঙ্গে দীর্ঘ দর কষাকষির পর নাকি সেই চুক্তিতে সবুজ সংকেত দেন তিনি। মেরিল্যান্ডের এই সেনেটর জানান, সাম্প্রতিককালে মার্কিন নাগরিক পান্নুনকে মার্কিন মুলুকেই খুন করার ছক কষার ঘটনায় ভারতীয় আধিকারিকদের হাত থাকার যে অভিযোগ উঠেছে, তার পরিপ্রেক্ষিতে ভারত সরকার যাতে পূর্ণ সহযোগিতা করে, এই শর্তেই তিনি ড্রোন বিক্রির চুক্তিতে সবুজ সংকেত দিয়েছেন। এই আবহে মার্কিন কংগ্রেসকে এই চুক্তির সবুজ সংকেত পাওয়ার বিষয়টি জানানো হয়েছে। আর কোনও আপত্তি না উঠলে আগামী ৩০ দিন পর এই চুক্তির সামনে আর কোনও বাধা থাকবে না। (আরও পড়ুন: মলদ্বীপের বোটে ভারতীয় জওয়ান কেন? বিতর্কের মাঝে দিল্লিকে প্রশ্ন মুইজ্জু সরকারের)