বর্তমান করোনা পরিস্থিতিতে আইভারমেক্টিন একটি অতি পরিচিত ওষুধ। করোনা পজিটিভদের বেশিরভাগ ক্ষেত্রেই এই ওষুধ সুপারিশ করছেন চিকিত্সকরা। তবে, আগে থেকে খেয়ে রাখলে সংক্রমণ হবে না, এমনও মনে করছেন অনেকে। সেটা কি আদৌ সত্যি?বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনা সংক্রমণের পর ৫ দিন পরপর আইভারমেক্টিন খেলে উপসর্গ কমবে। রোগের বেশ খানিকটা উপশম হয়। বিশেষত, জ্বর, সর্দি-কাশি, গলায় ব্যাথা ইত্যাদি উপসর্গগুলি কিছুটা হ্রাস পায়। কমে দেহের ভাইরাল লোড। সেক্ষেত্রে করোনা রোগীর উপর ওষুধটি বেশ কার্যকরী। এটি রোগীকে দ্রুত সুস্থ হতে এটি সাহায্য করে। আর সেই কারণেই বেশিরভাগ ক্ষেত্রে এটির প্রেসক্রাইব করা হচ্ছে করোনা আক্রান্তদের। অনেকে করোনা হওয়ার আগেই এই ওষুধ ব্যবহার করছেন। কিন্তু সেক্ষেত্রে মাথায় রাখা প্রয়োজন যে সকলেই যদি এই ওষুধটি কিনতে শুরু করেন, সেক্ষেত্রে স্টক শেষ হয়ে যেতে পারে। করোনা আক্রান্তদের, যাঁদের ওষুধটি বেশি প্রয়োজন, তাঁরা পাবেন না। ফলে এই দিকটি বিবেচনা করাই ভাল।বিশেষজ্ঞ বক্তব্য, তাছাড়া চিকিত্সকের পরামর্শ ছাড়া কোনও ওষুধ নিজে নিজে প্রয়োগ করা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। তাই যে কোনও ওষুধ গ্রহণ বা কাউকে দেওয়ার আগে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন।