Jaishankar on Chinese Debt Trap: চিনা 'ফাঁদ' থেকে সতর্ক থাকুন, ভারত মহাসাগরের দেশগুলিকে সতর্কবার্তা জয়শংকরের
1 মিনিটে পড়ুন Updated: 12 Oct 2023, 11:43 AM ISTভারত মহাসাগরের দেশগুলিকে নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে 'ঋণের ফাঁদ' নিয়ে সতর্ক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। সরাসরি চিনের নাম না নিয়েই জয়শংকর বলেন, 'অনেক দেশিই অপ্রয়োজনীয় প্রকল্পে বিনিয়োগ করে লুকোনো স্বার্থে।'
এস জয়শংকর