রাহুল সিংপ্রায় ৩৫টি দেশের সামনে এবার ভারত দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র প্রদর্শন করবে। ইন্দো প্যাসিফিক রিজিয়নে ভারত তাদের গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে এই প্রদর্শন অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ইন্দো প্যাসিফিক আর্মিস চিফস কনফারেন্স দিল্লিতে হবে আগামী ২৬-২৭ সেপ্টেম্বর। সেখানে ভারত তাদের সামরিক সাজ সরঞ্জাম প্রদর্শন করবে। মূলত অস্ত্র রফতানির ক্ষেত্রে এবার নয়া দিশা খুলে যেতে পারে ভারতের সামনে। ভারত যে ধরনের অস্ত্র তৈরি করেছে তার বরাত মিলতে পারে অন্য দেশের কাছ থেকে। তার মধ্য়ে আনম্যানড এরিয়াল সিস্টেম, ড্রোন রুখে দেয় এমন বন্দুক, জ্যামার্স, স্নাইপার রাইফেল, সুরক্ষার কবচ ভারত এই প্রদর্শনীতে তুলে ধরবে। সূত্রের খবর, ২০২৪-২৫ সালে ভারত অন্তত ৩৫,০০০ কোটি টাকার অস্ত্র বিদেশে রফতানি করতে চাইছে। ভারত ও মার্কিন সেনা যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করছে। স্থলবাহিনীর ক্ষেত্রে এটা সর্ববৃহৎ প্রদর্শনী বলে গণ্য করা হচ্ছে। ২০টি দেশের সেনা প্রধানরা আসবেন ভারতে। অন্যান্য দেশে সহ সেনা প্রধান অথবা ডেপুটি কমান্ডাররা আসবেন। ইন্দো প্যাসিফিক রিজিয়নে শান্তি বজায় রাখা, সুরক্ষা যথাযথ রাখার ক্ষেত্রে এই উদ্যোগ কাজ করবে বলে মনে করা হচ্ছে। এক আধিকারিকের কথায়, IPACC একটা বড় মঞ্চ। ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে কতটা এগিয়ে রয়েছে তা অন্যান্য দেশের সামনে তুলে ধরার এটা একটা বড় সুযোগ। দেশের সামনে যে চ্যালেঞ্জগুলি রয়েছে তা ঠিকঠাকভাবে মোকাবিলার ক্ষেত্রে দেশ কতটা প্রস্তুত সেটাও দেখা যাবে এবার। যে দেশগুলি এখানে অংশগ্রহণ করবে সেগুলি হল আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, কানাডা, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ, মলদ্বীপ ও পাপুয়া নিউ গিনি। যে সমস্ত সামরিক সাজসরঞ্জাম প্রদর্শন করা হবে সেগুলি হল মেশিন পিস্তল, রোবোটিক সাজসরঞ্জাম, স্বয়ংক্রিয় ভাবে অস্ত্র পরিষ্কারের সিস্টেম দেখানো হবে। প্রায় ৩০টি ভারতীয় ভেন্ডর এই প্রদর্শনীতে অংশ নেবে। বেঙ্গালুরুর এসএসএস ডিফেন্সের সিইও বিবেক কৃষ্ণান জানিয়েেছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে রফতানি বৃদ্ধি করতে ও নতুন নতুন দরজা খুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশ।