২০০৮ সালের ২৬/১১র মুম্বই হামলার অন্যতম 'ওয়ান্টেড' তাহাউর রানাকে বড় ধাক্কা দিয়ে এবার মার্কিন সুপ্রিম কোর্টে নয়া আর্জি জানাল বাইডেন সরকার। তাহাউর রানান ‘রিট অফ সার্টিওরারি’ পিটিশন খারিজের জন্য মার্কিন সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছে আমেরিকার সরকার। উল্লেখ্য, এর আগে তাহাউর তার ভারতে প্রত্যর্পণকে ঠেকাতে, তার বিরুদ্ধে ‘রিট অফ সার্টিওয়ারি’ পিটিশন ফাইল করেছিল। আর তা খারিজ করার আবেদন এবার এল মার্কিন প্রশাসনের তরফে সেদেশের সর্বোচ্চ আদালতের দরবারে।
ভারতে যাতে তাকে প্রত্যর্পণ করার বিরুদ্ধে পিটিশন দায়ের করে আগেই সুপ্রিম কোর্টে গিয়েছিল রানা। আর সেই আবেদন খারিজের আর্জি এবার এল মার্কিন সরকারের তরফে। ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি এবার মুম্বই হামলার এই অন্যতম কুচক্রীকে ভারতে আনার পথ সুগম হচ্ছে? এদিকে, আমেরিকার একাধিক নিম্ন আদালতে এর আগে আবেদন জানিয়ে এসেছে রানা। পাক বংশোদ্ভূত কানাডার নাগরিক রানা, আইনি লড়াই হেরেছেন আমেরিকার বহু নিম্ন ও ফেডারেল কোর্টে। তারমধ্যে রয়েছে, স্যান ফ্রান্সিসকোতে ইউএস কোর্ট অফ আপিলস ফর নর্থ সার্কিট। এদিকে, পর পর আইনি হারের পর গত ১৩ নভেম্বর মার্কি সুপ্রিম কোর্টে আবেদন করে রানা। ভারতে যাতে তার প্রতর্পণ কিছুতেই না হয়, তার জন্য দীর্ঘ আইনি লড়াই লড়ে যাচ্ছে তাহাউর রানা। ভারতে তাকে প্রত্যর্পিত না করার শেষ আশা তাহাউরের কাছে এই মামলা। আর সেটিই খারিজের আবেদন জানিয়ে দিয়েছে আমেরিকার সরকার। গত ১৬ ডিসেম্বরই মার্কিন সুপ্রিম কোর্টে সেই আর্জি চলে গিয়েছে।
এদিকে, রানা তার ‘রিট অফ সার্টিওরারি’ মামলায় আমেরিকার কোর্ট অফ আপিল ফর নাইনথ্ সার্কিটের রায় পর্যালোচনার আবেদন জানিয়েছে। তিনি সেখানে দাবি করেন, শিকাগোর নপ্দান ডিসট্রিক্ট অফ ইলিয়নিসের ফেডারেল কোর্টে তার বিচার হয়েছে, আর সে ২০০৮ সালের হানার মামলায় খালাস হয়েছে। যদিও এর আগে, ১৭ অগস্টের একটি মামলায় রানা ব্যাপক ধাক্কা খেয়েছে মার্কিন কোর্টের তরফে। এরপর নয়া এই মামলায় তার ভাগ্যে কি রয়েছে, তার দিকে তাকিয়ে সব মহল।