চিকিৎসায় গাফিলতির অভিযোগ বা অন্যান্য অভিযোগকে ঘিরে প্রায়ই রোগী পরিবারের হাতে নির্যাতনের শিকার হয়ে থাকেন চিকিৎসকরা সম্প্রতি এই সংক্রান্ত একটি গবেষণায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, বেসরকারি হাসপাতালের তুলনায় সরকারি হাসপাতালে চিকিৎসকরা কর্তব্যরত অবস্থায় বেশি আক্রান্ত হচ্ছেন, যার সংখ্যা হল ৬৮.২ শতাংশ। গোয়া মেডিক্যাল কলেজের (জিএমসি) কমিউনিটি সোশ্যাল মেডিসিন বিভাগের একটি গবেষণা করেছে। তাতেই এই তথ্য সামনে এসেছে।
আরও পড়ুন: চিকিৎসকের উপর পুলিশি জুলুমের প্রতিবাদ জানাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন
গবেষণায় দেখা গিয়ে, গোয়ায় চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে কর্মক্ষেত্রে হিংসার সামগ্রিক ৩৮.৫ শতাংশ ঘটেছে। যার মধ্যে ২০-৩০ বছর বয়সিদের লক্ষ্য করে সর্বাধিক ৬৩.৪ শতাংশ ঘটনা ঘটেছে। কর্তব্যরত অবস্থায় আক্রান্ত হওয়া ডাক্তারদের প্রায় অর্ধেক (৫১.১ শতাংশ) ছিলেন মহিলা এবং পুরুষ চিকিৎসকদের সংখ্যা ছিল ৪৮.৯ শতাংশ। জানা যায়, কর্মক্ষেত্রে চিকিৎসকদের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে ডাক্তারি পড়ুয়া নাদিয়া এনএসআর গোডিনহো এবং কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক ও প্রধান জগদীশ এ ক্যাকোডকার একটি গবেষণা চালান। ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই গবেষণা চালানো হয়েছিল। ডাক্তারদের উপর হিংসার ঘটনার পাশাপাশি চিকিৎসকদের ওপর মানসিক ও সামাজিক প্রভাব এবং রোগীর যত্নের মানের উপর এর প্রভাব নিয়েও আলোচনা করা হয়েছে গবেষণায়। এতে রাজ্যের ২৭০ জন চিকিৎসকের অভিজ্ঞতা নথিভুক্ত করা হয়েছিল। গবেষণাটি ২০২৪ সালে হেলথলাইন জার্নালে প্রকাশ করা হয়েছিল।