উৎপল পরাসররূপান্তরকামীদের জন্য বিশেষ টিকাকরণ কর্মসূচির আয়োজন করল অসম সরকার। যা দেশের মধ্যে প্রথম বলে দাবি করল অসমের রূপান্তরকামী কল্যাণমূলক বোর্ড। সেই বিশেষ কর্মসূচিতে শুক্রবার গুয়াহাটিতে ৩০ জন করোনাভাইরাস টিকার প্রথম ডোজ পেলেন।আপাতত গুয়াহাটিতে রূপান্তরকামীদের একটি হোমে সেই টিকাকেন্দ্র চলবে। সেই কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে রাজ্য স্বাস্থ্য দফতর। যা আগামী কয়েক সপ্তাহে বাকি জেলাগুলিতেও শুরু হবে। অসমের রূপান্তরকামী কল্যাণমূলক বোর্ডের সহ-সভাপতি এবং অল অসম ট্রান্সজেন্ডার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা স্বাতী বিধান বড়ুয়া বলেন, ‘অধিকাংশ রূপান্তরকামীদের আয়ের মূল উৎস হল ভিক্ষাবৃত্তি। তাঁরা যেহেতু অন্যদের সম্পর্শে আসেন, তাই তাঁদের সংক্রমিত হওয়ার আশঙ্কা বেশি থাকে।’ তিনি যোগ করেন, ‘প্রান্তিক গোষ্ঠী হিসেবে তাঁরা টিকাকরণ কর্মসূচির আওতার বাইরে থেকে যাচ্ছিলেন। যখন আমরা রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে আবেদন জানাই, তখন আমরা অত্যন্ত ইতিবাচক সাড়া পেয়েছি।’অসমের রূপান্তরকামী কল্যাণমূলক বোর্ডের দাবি, দেশের মধ্যে এই প্রথম শুধুমাত্র রূপান্তরকামীদের টিকাকরণ কর্মসূচির বন্দোবস্ত করা হয়েছে। বোর্ডের সহ-সভাপতি বলেন, ‘দেশের অন্যান্য প্রান্তের রূপান্তরকামী সমাজকর্মীদের সঙ্গে কথা বলেছি। তাঁরা জানিয়েছেন যে দেশের আরও রাজ্যে রূপান্তরকামীদের জন্য বিশেষ টিকাকরণ কর্মসূচি চালু করা হয়নি। আমরা আনন্দিত যে অসমে প্রথম সেই কাজ করতে পারলাম।’