বাংলা নিউজ > ঘরে বাইরে > ED Investigation on Infiltration in Jharkhand: ভোটমুখী ঝাড়খণ্ডে রোহিঙ্গা-বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে তদন্তে ইডি

ED Investigation on Infiltration in Jharkhand: ভোটমুখী ঝাড়খণ্ডে রোহিঙ্গা-বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে তদন্তে ইডি

প্রতীকী ছবি

মানবপাচারকারীদের দৌরাত্ম্যে ঝাড়খণ্ডে নাকি বাড়ছে বাংলাদেশি ও রোহিঙ্গাদের দাপট! ঘটনায় রয়েছে কলকাতা যোগও। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে আসরে নামল ইডি। এই প্রথমবার অনুপ্রবেশ সংক্রান্ত অভিযোগের তদন্ত করবে তারা।

রাজনৈতিক অস্থিরতার কারণে এবং ছিন্নমূল হওয়ার ফলে ভারতে বাংলাদেশি ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ বাড়ছে বলে ইতিমধ্যেই নানা মহলে অভিযোগ উঠতে শুরু করেছে। সম্প্রতি জানা যায়, গোপনে ঝাড়খণ্ডে ঢুকে ঘাঁটি গাড়ছে রোহিঙ্গা ও বাংলাদেশিরা। এই অভিযোগের সত্যতা যাচাই করতে এবার মাঠে নাম এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

তথ্য বলছে, এই প্রথম পিএমএলএ বা আর্থিক তছরুপ প্রতিরোধী আইনের আওতায় অনুপ্রবেশের অভিযোগের তদন্ত করছে ইডি। গত ৬ জুন রাঁচি পুলিশের তরফে সে রাজ্যে রোহিঙ্গা ও বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে স্থানীয় বারিয়াতু থানায় একটি এফআইআর করা হয়।

সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমেছে ইডি। যদিও সূত্রের খবর, বৃহত্তর প্রেক্ষাপট খতিয়ে দেখতেই এই পদক্ষেপ করা হয়েছে। এই ধরনের অনুপ্রবেশের মাধ্যমে কোনও ব্যক্তি বা দল কোনওরকম রাজনৈতিক সুবিধা অর্জন করছে কিনা, তাও খতিয়ে দেখবেন কেন্দ্রীয় তদন্তকারীরা।

সূত্রের আরও দাবি, প্রাথমিকভাবে দু'টি বিষয় খতিয়ে দেখবে ইডি। প্রথমত, বাংলাদেশিদের অনুপ্রবেশে আর্থিক দুর্নীতি হয়েছে কিনা। এবং দ্বিতীয়ত, এক্ষেত্রে কোনওভাবে এফইএমএ (বৈদেশিক মুদ্রা বিনিময় নিয়ন্ত্রণ আইন) লঙ্ঘন করা হয়েছে কিনা।

প্রসঙ্গত, চলতি বছরই ঝাড়খণ্ডে বিধানসভার নির্বাচন রয়েছে। নির্বাচনের প্রচারে অন্যতম ইস্যুই হল, রাজ্যে বাংলাদেশি ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ। এই প্রেক্ষাপটে বেআইনিভাবে ভিনদেশিদের দেশে ঢুকিয়ে কোনও রাজনৈতিক অভিসন্ধি কার্যকর করা হচ্ছে কিনা, সেটাও খতিয়ে দেখবেন ইডি আধিকারিকরা।

রবিবারই ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচার সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জামসেদপুরে আয়োজিত জনসভার মঞ্চ থেকে সরাসরি জেএমএম, কংগ্রেস ও আরজেডির জোট সরকারকে নিশানা করেন তিনি।

মোদীর অভিযোগ, রাজ্যের বর্তমান সরকার সাঁওতাল পরগনা ও কোলহানের স্বাভাবিক জনবণ্টন নষ্ট করে দিচ্ছে। তাদের মদতেই রোহিঙ্গা ও বাংলাদেশিরা ওইসব এলাকায় বেআইনিভাবে ঘাঁটি গাড়ছে।

এমনকী, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ - পড়শি এই দুই রাজ্যে অনুপ্রবেশ করানোর জন্য রীতিমতো সিন্ডিকেট রয়েছে বলেও অভিযোগ উঠছে। এবার এর সত্যাসত্য যাচাই করে দেখবে ইডি।

ঝাড়খণ্ড পুলিশের দায়ের করা সংশ্লিষ্ট এফআইআরে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। একটি অভিযানে ছয় তরুণীকে পাকড়াও করে তারা। ধৃতদের সকলেরই বয়স কুড়ির কোটায় এবং তাঁরা সকলেই হয় বাংলাদেশি অথবা রোহিঙ্গা।

পুলিশের দাবি, এঁদের সকলেরই ভুয়ো আধার কার্ড রয়েছে। তাতে তাঁদের হিন্দু বলে পরিচয় দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে নকল নামকরণও করা হয়েছে। আর এই সবটাই করা হয়েছে কলকাতা থেকে!

গোয়েন্দাদের হাতে আসা তথ্য বলছে, মানবপাচারকারীরাই ঝাড়খণ্ডের জঙ্গল এলাকাগুলির মধ্যে দিয়ে গোপনে রোহিঙ্গা ও বাংলাদেশিদের ভারতে ঢুকিয়ে দিচ্ছে।

অনুপ্রবেশকারীরা যাতে সহজেই ঝাড়খণ্ডে বসবাস করতে পারে, তা নিশ্চিত করতে তাদের পশ্চিমঙ্গের মানুষ হিসাবে দেখানো হচ্ছে। তার 'প্রমাণ' হিসাবে কলকাতায় তৈরি ভুয়ো আধার কার্ড পেশ করা হচ্ছে। পুরোটা পরিচালনা করছে কোনও এক বিরাট এবং সংগঠিত চক্র।

মানবপাচারের এই জাল ছড়িয়ে রয়েছে বিস্তীর্ণ অঞ্চলজুড়ে। আর তা সচল রাখতে প্রচুর পরিমাণে টাকার লেনদেন হচ্ছে। সেই 'মানি ট্রেল' ধরেই অপরাধের গোড়ায় পৌঁছতে চাইছে ইডি।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন যে কেন্দ্র থেকে ভোটে জিতে বিধায়ক হয়েছেন, সাহিবগঞ্জের অধীনস্ত সেই বারহাইতেও প্রচুর পরিমাণে বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারী রয়েছে বলে দাবি সূত্রের। এমনকী, যত দিন যাচ্ছে, ক্রমশ তাদের সংখ্যা বাড়ছে বলেও নানা মহলের অভিযোগ।

মোদীর অভিযোগ, ভোট ব্যাংকের স্বার্থেই জেনেবুঝে এইসব এলাকায় বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটতে দিচ্ছে জেএমএম, কংগ্রেস ও আরজেডি। 'ধর্মের নামে তৈরি করা এই ভোট ব্যাংক' রাজনীতি অবিলম্বে বন্ধ করার ডাক দিয়েছেন মোদী।

পরবর্তী খবর

Latest News

মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ লাকি কারা? ৩ মে ২০২৫র রাশিফল রইল ৩২ মিটার দৌড়ে স্লাইডিং ডাইভে দুরন্ত ক্যাচ, ২০২৩-এ এমন ক্যাচ ধরেই সেরা হন রশিদ আজ হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল ফলপ্রকাশ, কখন? কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখবেন? ফের আগুন কলকাতায়, এবার নিউটাউনে, শিলিগুড়িতে দাউ দাউ করে জ্বলল গুদাম ব্যর্থ অভিষেকের পালটা লড়াই, SRH-কে খাদের কিনারায় ঠেলে প্লে-অফের আরও কাছে গিলরা বিশ্বের বড় বিমান সংস্থাগুলোও এড়িয়ে যাচ্ছে পাক আকাশসীমা, এবার পথে বসবে ওরা! কোনও ব্র্যান্ড নয়! জেনেরিক ওষুধ লিখতে হবে চিকিৎসকদের, নির্দেশ সুপ্রিম কোর্টের খুনের আসামিকে কুপিয়ে হত্যা! হাই-অ্যালার্ট জারি মেঙ্গালুরুতে, জারি হল ১৪৪ ধারা আতিফ, ফাওয়াদ-সহ কোন কোন পাকিস্তানি শিল্পীদের ইনস্টাগ্রামে ব্লক করা হল ভারতে? জয়জিৎ-শ্রেয়ার ২০ বছরের বিয়ে ভাঙল? ডিভোর্সের পথে দম্পতি? কী দেখে সন্দেহ নেটপাড়ার

Latest nation and world News in Bangla

বিশ্বের বড় বিমান সংস্থাগুলোও এড়িয়ে যাচ্ছে পাক আকাশসীমা, এবার পথে বসবে ওরা! কোনও ব্র্যান্ড নয়! জেনেরিক ওষুধ লিখতে হবে চিকিৎসকদের, নির্দেশ সুপ্রিম কোর্টের খুনের আসামিকে কুপিয়ে হত্যা! হাই-অ্যালার্ট জারি মেঙ্গালুরুতে, জারি হল ১৪৪ ধারা মোদীর প্রশংসায় পঞ্চমুখ মার্কিন ভাইস প্রেসিডেন্ট,বাণিজ্য চুক্তি নিয়েও এল আপডেট পুরী থেকে নিমকাঠ ‘হাতিয়ে’ জগন্নাথ-মূর্তি দিঘাতে? চেপে ধরল ওড়িশা, এবার তদন্ত! যেকোনও সময় আছড়ে পড়তে পারে সুনামি! ভূমিকম্পের পরই সতর্ক চিলি, আর্জেন্টিনা বন্ধ থাকবে শিলিগুড়ি-গ্যাংটকগামী রাস্তা, পর্যটকদের জন্য় কখন ছাড় থাকছে? পাকিস্তান জঙ্গি দেশ! প্রায় সোজাসুজিই স্বীকার করে নিলেন খোদ প্রাক্তন মন্ত্রী উপবাসে আলিঙ্গন মৃত্য়ুকে, কী এই নিয়ম? ভারতে প্রথম শিশু পালন করল এই রীতি পহেলগাঁও হামলা থেকে শিক্ষা, চার ধাম যাত্রায় নজিরবিহীন নিরাপত্তা! থাকছে…

IPL 2025 News in Bangla

৩২ মিটার দৌড়ে স্লাইডিং ডাইভে দুরন্ত ক্যাচ, ২০২৩-এ এমন ক্যাচ ধরেই সেরা হন রশিদ ব্যর্থ অভিষেকের পালটা লড়াই, SRH-কে খাদের কিনারায় ঠেলে প্লে-অফের আরও কাছে গিলরা বিতর্কিত রান-আউটে ক্ষুব্ধ গিল, রিজার্ভ আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়লেন GT দলনায়ক 4,0,4,4,4,4- শামি কি ক্লাব পর্যায়ের বোলার? ২-১টি নয়,ওভারে ৫টি চার মারলেন সুদর্শন ১৩ বছরের ছোট অভিনেত্রীর 'হট' ছবিতে ‘লাইক’, ছড়িয়ে যেতেই প্রযুক্তিকে দুষলেন বিরাট ছেলে SRH-এর ক্রিকেটার, পিতা RCB-র সাপোর্টার! IPL কি তবে পরিবারেও ফাটল ধরাচ্ছে? MSD-র অধিনায়কত্বের লোভই CSK-র কাল হবে! আশঙ্কা ক্যারিবিয়ান তারকার,ধরিয়ে দিলেন ভুল IPL থেকে রাজস্থান ছিটকে যেতেই ম্যানেজমেন্টকে দুষলেন গিলি! বাটলারকে ছাড়ায় বিরক্ত বহুদিন ডাক পাননি জাতীয় দলে! তবু দেশের হয়ে খেলার স্বপ্ন দেখা ছাড়েননি KKR অধিনায়ক স্বস্তিকের আদিখ্যেতায় বিরক্ত বিরাট? RCBর তারকা বললেন, ‘ওর সঙ্গে কোনওদিন থাকব না’

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.