সদ্য সোশ্যাল মিডিয়ায় এক ভোজপুরী গানের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাচের একটি ডিপ ফেক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আসতেই তা নিয়ে ঝড় উঠেছে। নেহা সিং রাঠৌর নামে এক নেটিজেন বিষয়টি নিয়ে সরব হতেই উত্তর প্রদেশের পুলিশ নামে অ্যাকশনে। এই মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হয়েছে FIR।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় নেহা সিং রাঠৌর নিজেকে জাতীয়তাবাদী বলে উল্লেখ করেন। তাঁর প্রোফাইলে লেখা রয়েছে, তিনি জন-বক্তা ও সমাজকর্মী। নেহা সিং রাঠৌর এই ভিডিয়োর নেপথ্যে কারা রয়েছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন। ভিডিয়োয় মহাত্মা গান্ধী, নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথের প্রতিকৃতি নিয়ে ডিপ ফেক ভিডিয়ো তৈরি করা হয়েছে বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই এবার পুলিশ এফআইআর দায়ের করে অ্যাকশনে নেমেছে। নেহা সিং রাঠৌর একটি পোস্টে লেখেন,'উত্তরপ্রদেশের জনপ্রিয় এবং সফল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি মহারাজ তাঁর রাজ্যে নারীদের সম্মান, নিরাপত্তা এবং ক্ষমতায়নের জন্য অনেক প্রচেষ্টা করেছেন। কিছু সস্তা রাস্তার রিলাররা কীভাবে যোগী জিকে কিছু ভিউয়ের জন্য ব্যবহার করতে পারে? ‘একইসঙ্গে তিনি বলেন,' শুধু তাই নয়, কীভাবে সস্তা জনপ্রিয়তার জন্য প্রধানমন্ত্রী ও মহাত্মা গান্ধীর ভিডিও এডিট করে আপলোড করা হচ্ছে।'
(J&K Vote 2024:কাশ্মীরে ২য় দফার ভোটের পর্যবেক্ষণে ১৫ দেশের প্রতিনিধি, গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রশংসা মার্কিন কূটনীতিবিদের )
( Elon Musk-Giorgia Meloni: ইতালির PM জর্জিয়া মেলোনিকে কি ‘ডেট’ করছেন এলন মাস্ক? মুখ খুললেন টেসলা প্রধান)
(Vegetable Price Rise: পুজোর আগে সবজির দামে ছ্যাঁকা! লঙ্কা, বেগুন হাঁকিয়েছে সেঞ্চুরি, টাস্ক ফোর্স কী বলছে? )
( RG Kar কাণ্ডের আবহে বড় সিদ্ধান্ত! সরকারি হাসপাতালের বেসরকারি নিরাপত্তারক্ষীদের ট্রেনিং দেবে কলকাতা পুলিশ)