Fact Check: কর্ণাটকে মোদীর বিরুদ্ধে ভোট দিলে মুসলিমদের আর্থিক সহায়তা? চিঠির দাবি কি সত্যি
2 মিনিটে পড়ুন Updated: 14 May 2024, 07:07 PM IST- ক্লিক করুন এবং আর্কাইভের জন্য ক্লিক করুন। ক্লিক করুন এবং আর্কাইভের জন্য ক্লিক করুন।
বুম দুবাইয়ে 'এসোসিয়েশন অফ সুন্নি মুসলিম' নামক কোনও সংগঠন খুঁজে পায়নি এবং বিজ্ঞপ্তিতে উল্লিখিত যোগাযোগের নম্বর এবং ঠিকানা দুটোই ভুয়ো ছিল।
আমরা প্রথমে গুগল এবং ফেসবুকে 'অ্যাসোসিয়েশন অফ সুন্নি মুসলিম' (দুবাই) লিখে সার্চ করি কিন্তু কোনও ফলাফল পাইনি।
এরপর, আমরা বিজ্ঞপ্তির লেটারহেডে উল্লিখিত '১১ স্ট্রিট, খালিদ বিন ওয়ালিদ রোড, প্লট নং উম্ম হুরাইর ওয়ান, দুবাই, সংযুক্ত আরব আমিরাত' ঠিকানা সার্চ করি।
আমরা দেখি ঠিকানাটি দুবাইয়ে পাকিস্তানের কনস্যুলেট জেনারেলের এবং তাদের ঠিকানাটি তালিকাভুক্ত রয়েছে।
)