সুকন্যা মণ্ডল, অনুব্রত মণ্ডলের পর গরুপাচার মামলায় এবার জামিন পেলেন অনুব্রতর এক সময়ের ছায়াসঙ্গী তথা দেহরক্ষী সায়গল হোসেনও। শুক্রবার দিল্লি হাইকোর্ট ৫ লক্ষ টাকার বন্ডের বিনিময়ে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে।
শুক্রবার বিচারপতি নীনা বনসল কৃষ্ণার বেঞ্চ সায়গলের জামিনের আবেদন মঞ্জুর করার সময় তার পর্যবেক্ষণে জানায়, আবেদনকারীর বক্তব্য, তাঁর বিরুদ্ধে শুরু হওয়া তদন্তের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। সাপ্লিমেন্টারি অভিযোগও আদালতে জমা করা হয়েছে। কিন্তু, গত দু'বছরে শুনানি শুরু হয়নি।
এই প্রেক্ষাপটে বিনা বিচারে বছরের পর বছর ধরে তাঁকে কারাগারে বন্দি থাকতে হচ্ছে বলে জানিয়েছেন আবেদনকারী। তাই সবদিক বিচার করেই আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করছে বলে জানান বিচারপতি।
আদালতের আরও পর্যবেক্ষণ হল, অভিযুক্ত সায়গল হোসেন পশ্চিমবঙ্গ পুলিশের একজন কর্মী। অর্থাৎ, তিনি সরকারি কর্মচারী। তাঁর পরিবার ও সংসার রয়েছে। অর্থাৎ, সাংসারিক দায়দায়িত্ব থাকায় তিনি কোথাও পালিয়েও যাচ্ছেন না। ফলত, সংশ্লিষ্ট মামলায় সায়গলের জামিনের আবেদন আদালত গ্রহণ এবং মঞ্জুর করে।
উল্লেখ্য, ২০২২ সালের ৯ জুন থেকে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন সায়গল হোসেন। পরবর্তীতে নির্দিষ্টভাবে গরুপাচার মামলায় (ইডি-র মামলায়) ওই একই বছরের ৭ অক্টোবর থেকে জেলবন্দি রয়েছেন তিনি।
আদালতের বক্তব্য হল, এরপর দীর্ঘ দু'বছরেরও বেশি সময় কেটে গিয়েছে। সংশ্লিষ্ট মামলায় যে পরিমাণ নথি জমা করা হয়েছে, তার বিপুল। তাই, মামলার শুনানি শুরু হতে এখনও দীর্ঘ সময় লাগতে পারে।
অথচ, এই মামলাতেই অন্যতম প্রধান অভিযুক্ত অনুব্রত মণ্ডল ইতিমধ্যেই জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। তাই, সেই একই মামলায় অন্য অভিযুক্ত সায়গল হোসেনকে জামিন দিতেও আদালত আর কোনও আপত্তি জানায়নি। সায়গলের জামিনের আবেদনের শুনানি চলাকালীন এই সমস্ত বিষয়গুলিই দিল্লি হাইকোর্টে ওঠে এবং আদালত তা বিবেচনা করেই জামিনের আবেদন মঞ্জুর করে।
উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে গরুপাচার মামলায় মূল অভিযুক্ত হলেন এনামুল হক। পরবর্তীতে সেই মামলায় নাম জড়ায় বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের।
ইডি ও সিবিআই-এর তদন্ত যত এগোতে থাকে, ততই দীর্ঘ হতে থাকে অভিযুক্তদের তালিকা। একে-একে তাতে জুড়ে যান অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল এবং তাঁর দেহরক্ষী সায়গল হোসেন।
তবে, সম্প্রতি এই মামলায় ধৃতরা একে-একে জামিন পেতে শুরু করেছেন। ইতিমধ্যেই জামিন পেয়েছিলেন অনুব্রত, সুকন্যা। গরুপাচার কাণ্ডে ইডি-র মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন মূল অভিযুক্ত এনামুল হকও। এবার জামিন পেলেন সায়গল হোসেন।