মাঠে নেমে বিপক্ষ দলের বোলারদের কুপোকাত করতে বহুবার দেখা গিয়েছে রোহিত শর্মাকে। এবার সেই রোহিত শর্মাতেই কংগ্রেস পার্টিতে 'জ্বলল আগুন'। রোহিতকে 'মোটা' বলে দলের নেত্রী মহম্মদ শামা যেন বিজেপির বলে হিটউইকেট করলেন দলকে। এই আবহে শামাকে বিতর্কিত পোস্টটি মুছে ফেলতে নির্দেশ দেয় কংগ্রেস। দলের নির্দেশ মেনে সেই পোস্টটি মুছেও ফেলেন শামা। পরে নিজের পোস্টের পরিপ্রেক্ষিতে সাফাইও দেন শামা। বলেন, 'এটা একটা সাধারণ পোস্ট ছিল'। এরপর তিনি আরও বলেন, 'একটি গণতন্ত্রে কীভাবে নিজের মত প্রকাশ করা যায় না, আমি তা ভেবে অবাক।' এদিকে নিজের পোস্টের জন্যে শামা ক্ষমা চাননি এখনও। এদিকে কংগ্রেস শামার থেকে দূরত্ব তৈরি করে নিয়েছে ইতিমধ্যেই। (আরও পড়ুন: ‘মোটা’ রোহিত শর্মাকে ‘বিমার’ কংগ্রেস নেত্রীর, ফ্রি হিটে ছক্কা হাঁকাতে চাইছে BJP)
আরও পড়ুন: 'দলের কেউ… কিছু করার চেষ্টা…', ব্যাগে মেয়ের দেহ উদ্ধার নিয়ে বিস্ফোরক হিমানীর মা
আরও পড়ুন: বাংলাদেশ সেনার প্রশংসায় অমর্ত্য সেন, আওয়ামি লিগকে নিষিদ্ধ করা নিয়ে জানালেন মতামত
কংগ্রেস নেতা পবন খেরা এই বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, শামার মতামত একান্তই তাঁর নিজেস্ব। দলের সঙ্গে এক কোনও যোগ নেই। পবন আরও জানান, দল শামাকে সেই পোস্টটি মুছে ফেলার নির্দেশ দিয়েছিল। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে পবন দাবি করেন, ভারতের ক্রীড়াবিদদের অবদানকে সবসময় সম্মান করে কংগ্রেস। (আরও পড়ুন: বেহালাকাণ্ডে সামনে ময়নাতদন্ত রিপোর্ট, জানা গেল স্বজনের হাড়হিম কাণ্ডের কথা)
আরও পড়ুন: সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, ডিএ নিয়ে 'ধরা পড়ল' প্যাটার্ন
রবিবার নিউজিল্যান্ডের ম্যাচে রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেত্রী। কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মহম্মদ বলেছিলেন, 'একজন খেলোয়াড়ের হওয়ার পক্ষে রোহিত শর্মা অনেক বেশি মোটা। আর অবশ্যই উনি ভারতের ইতিহাসে সবথেকে বাজে অধিনায়ক।' শুধু তাই নয়, তিনি দাবি করেন যে রোহিত অত্যন্ত মাঝারি মানের খেলোয়াড়। তিনি ভাগ্যবান যে ভারতের অধিনায়ক হয়ে গিয়েছেন।
উল্লেখ্য, নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিমধ্যেই ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠেছে। এদিকে ভারতের অধিনায়ক হিসেবে রোহিত শর্মা এর আগে একটি টি২০ বিশ্বকাপ জিতেছেন, একটি টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে তুলেছিলেন ভারতকে। এদিকে ৫০ ওভারের বিশ্বকাপে তাঁর নেতৃত্বে ভারতীয় দল রানার্স আপ হয়েছিল। এদিকে ওডিআই-তে রোহিত শর্মার ১১ হাজারের ওপরে রান রয়েছে। একমাত্র ক্রিকেটার হিসেবে তিনি ওডিআই-তে তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন। ওডিআই ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস তাঁরই নামে। ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ রান করেছিলেন রোহিত।