শেখ হাসিনার বিদায়ের পর থেকেই বাংলাদেশে কোণঠাসা আওয়ামি লিগ। এই আবহে শাসক গোষ্ঠী এবং জামাত, বিএনপি সহ অনেক রাজনৈতিক দলই চাইছে যাতে আওয়ামি লিগকে নিষিদ্ধ ঘোষণা করা হয় বাংলাদেশে। এই নিয়ে সম্প্রতি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে প্রশ্ন করা হয়েছিল। সেই সময় পিটিআইকে তিনি সোজা জানিয়ে দেন, আওয়ামি লিগকে নিষিদ্ধ করা উচিত নয় বলেই তাঁর মত। এদিকে বাংলাদেশ সেনাবাহিনীরও প্রশংসা করেন অমর্ত্য সেন। তিনি বলেন, বহু দেশেই এহেন পরিস্থিতিতে সেনাবাহিনী ক্ষমতা দখল করে। তবে বাংলাদেশে সামরিক শাসন কার্যকর করা হয়নি। তাই সেনার প্রশংসা করেন তিনি। (আরও পড়ুন: বাংলাদেশি হিন্দুদের ওপর হামলায় 'ধর্মনিরেপক্ষ' ইউনুসের ঘাড়ে দায় চাপালেন অমর্ত্য সেন)
আরও পড়ুন: 'দলের কেউ… কিছু করার চেষ্টা…', ব্যাগে মেয়ের দেহ উদ্ধার নিয়ে বিস্ফোরক হিমানীর মা
আরও পড়ুন: রোহিত শর্মাকে ‘অপমান’ কংগ্রেস নেত্রীর, রাহুল গান্ধীকে টেনে তীব্র আক্রমণ বিজেপির
আওয়ামি লিগ প্রসঙ্গে তিনি বলেন, 'আওয়ামি লিগকের বিরুদ্ধে অন্য দলগুলি যে অভিযোগ তুলত, তাদের নিষিদ্ধ করা হলে সেই একই ভুলের পুরাবৃত্তি ঘটবে'। এদিকে বাংলাদেশ সব দল ও গোষ্ঠীকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার বার্তা দিয়ে অমর্ত্য সেন বলেন, 'আমি মনে করি, কোনও একটি দলকে কোণঠাসা করে দেওয়া উচিত হবে না বাংলাদেশের। সবার একসঙ্গে কাজ করার যে ঐতিহ্য সেই দেশে রয়েছে, সেটাই যেন বজায় থাকে। একটি উদারপন্থী দৃষ্টিভঙ্গি দরকার। আমি আশা করি, স্বাধীনতা ও বহুত্ববাদের প্রতি বাঙালি সম্প্রদায়ের যে অঙ্গীকার রয়েছে, সেটা টিকে থাকবে বাংলাদেশে। আমি আশা করি, আগে বাংলাদেশে নির্বাচন নিয়ে যে অভিযোগ করা হত, তার চেয়ে আগামীর নির্বাচন দৃশ্যত বেশি অবাধ হবে। আমি বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন, তবে আমি আশা ছাড়িনি।' (আরও পড়ুন: বেহালাকাণ্ডে সামনে ময়নাতদন্ত রিপোর্ট, জানা গেল স্বজনের হাড়হিম কাণ্ডের কথা)
আরও পড়ুন: বাংলাদেশে এবার কোটা বিরোধীরাই কোটার সুবিধা ভোগ করবেন!
আরও পড়ুন: সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, ডিএ নিয়ে 'ধরা পড়ল' প্যাটার্ন
উল্লেখ্য, বিগত দিনে বাংলাদেশে ক্রমেই বেড়েছে মৌলবাদ। সংস্কারের নামে গদি আঁকড়ে বসে আছেন মহম্মদ ইউনুস। অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়ে চলেছে। এই আবহে রমজানের সময় বাংলাদেশের আম জনতার পকেটে আগুন। বাংলাদেশের অর্থনীতির হাল সেই অর্থে ফেরাতে পারেননি নোবেলজয়ী ইউনুস। এই সবের মাঝেই সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে বিভিন্ন মহল থেকেই। ইউনুস মুখে শান্তি ফেরানোর কথা বললেও তা প্রতিষ্ঠা করতে কার্যত ব্যর্থ। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। সাম্প্রদায়িক হিংসার পাশাপাশি খুন, জখম, রাহাজানি, ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। সঙ্গে অনেক নারী নির্যাতন, ধর্ষণের ঘটনা ঘটছে। যার প্রতিবাদে বাংলাদেশের স্কুল ছাত্রীরা পর্যন্ত সরব হয়েছে। পরিস্থিতি নিয়ে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ-জামানও সরকারের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন। এদিকে নির্বাচন বিলম্বিত হওয়ায় বিএনপিও তোপ দাগতে শুরু করেছে ইউনুসের সরকারের দিকে।