শরীরে লুকোনো ১৪.৮ কেজি সোনা। দুবাই থেকে ভারতে আসার সময় বেঙ্গালুরু বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন জনপ্রিয় কন্নড় অভিনেত্রী তথা আইপিএস কন্যা রানিয়া রাও। মঙ্গলবার ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর তরফে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়া এই সোনার বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা। রানিয়া রাওকে আদালতে তোলা হলে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। (আরও পড়ুন: ইউনুসের ওপর আরও চটে যাওয়ার 'নতুন কারণ' পেলেন ট্রাম্প? ঢাকা বলছে...)
লাগাতার আন্তর্জাতিক সফরের কারণে তদন্তকারীদের নজরে ছিলেন অভিনেত্রী। অভিযোগ গত ১৫ দিনে ৪ বার দুবাই সফরে গিয়েছিলেন তিনি। তদন্তকারীদের কাছে খবর ছিল দুবাই থেকে সোনা পাচার করছেন এই অভিনেত্রী। গত সোমবার দুবাই থেকে বেঙ্গালুরু বিমানবন্দরে নামার পর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পুলিশের এক কনস্টেবলকে সঙ্গে নিয়ে তল্লাশি এড়িয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন রানিয়া রাও। তবে আগাম খবর থাকার কারণে তাঁকে আটকায় পুলিশ।অফিসারদের সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রী অধিকাংশ সোনার গয়না যাতে খালি চোখে না দেখা যায়, এমনভাবে শরীরের পোশাকে লুকিয়ে রেখেছিলেন। এবং সোনার বাঁটগুলি তাঁর বাক্সের পোশাকের ভাঁজে ভাঁজে রাখা ছিল। তল্লাশি চালানোর সময় দেখা যায়, কিছু সোনা নিজে পরেছিলেন ওই অভিনেত্রী। বাকি সোনার বার জামাকাপড়ের ভিতরে লুকিয়ে রেখেছিলেন। এভাবেই অভিনেত্রী সোনা পাচার করার মতলব এঁটেছিলেন বলে জানায় তদন্তকারীরা।তাঁর এই পাচারের সঙ্গে আর কে জড়িত আছে, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা।
প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, বিমান থেকে নামার পরেই তাঁকে জিজ্ঞাসাবাদের সময় অভিনেত্রী দাবি করেন যে, তাঁর বাবা ডিজিপি। এবং তিনি স্থানীয় পুলিশকে ফোন করে তাদের সাহায্যে বাড়ি চলে যেতে পারেন। ডিআরআই এখন তদন্ত করছে, রানিয়া যাঁদের নাম করেছেন, তাঁদের কেউ এই পাচারের সঙ্গে জড়িত কিনা। এই পাচারচক্রের জাল কতদূর বিস্তৃত তাও নজরে রয়েছে দফতরের।
পুলিশের তরফে জানানো হয়েছে, রানিয়ার বাবা হলেন আইপিএস আধিকারিক রামচন্দ্র রাও। তিনি কর্নাটক পুলিশের ডিজিপি র্যাঙ্কের এক আধিকারিক। সেই সুবিধা নিয়েই স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে চেকিং ছাড়াই বিমানবন্দর থেকে বেরিয়ে যেতেন অভিনেত্রী। তবে এবার হাতে নাতে ধরা পড়লেন অভিযুক্ত। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আগেই একাধিকবার এভাবে সোনা পাচার করে করেছেন রান্যা। যদিও পুলিশের কাছে অভিযুক্তের দাবি, তাঁকে ব্ল্যাকমেল করে সোনাপাচার করতে বাধ্য করা হয়েছে।
আরও পড়ুন: 'শুল্ক যুদ্ধ হোক বা অন্য কোনও যুদ্ধ, আমরা প্রস্তুত', ট্রাম্পকে হুঁশিয়ারি চিনের
কে এই কন্নড় অভিনেত্রী রানিয়া রাও?
১ বছরের রানিয়া রাও কর্নাটকের চিকমাগালুরের বাসিন্দা। সিনেমায় আসার আগে রানিয়া বেঙ্গালুরুর দয়ানন্দ সাগর কলেজ থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন। ২০১৪ সালে রানিয়া প্রথম সিনেমায় আসেন। কন্নড় ভাষার 'মানিক্য' ছবিতে অভিনয় দিয়ে তাঁর অভিনেত্রীর জীবন শুরু করেন। ওই ছবির পরিচালক ও অভিনেতা ছিলেন সুদীপ। কন্নড় ভাষা ছাড়াও ২০১৬ সালে তামিল ছবিতেও কাজ শুরু করেন রানিয়া। একটি রোমান্টিক ড্রামায় তিনি বিক্রম প্রভুর বিপরীতে অভিনয় করেন। তারপরের বছর ফের কন্নড় ছবি 'পটাকি' নামে একটি হাসির ছবিতে অভিনয় করেন।