বাংলা নিউজ > ঘরে বাইরে > Sheikh Hasina: শেখ হাসিনাকে গ্রেফতার করে ১৮ নভেম্বর হাজির করতে হবে, নির্দেশ বাংলাদেশের আদালতের

Sheikh Hasina: শেখ হাসিনাকে গ্রেফতার করে ১৮ নভেম্বর হাজির করতে হবে, নির্দেশ বাংলাদেশের আদালতের

শেখ হাসিনা (ফাইল ছবি)

গত ৫ অগাস্ট বাংলাদেশ ছেড়ে পালানোর পর থেকে ৭৭ বছরের শেখ হাসিনাকে আর একবারও প্রকাশ্যে দেখা যায়নি। বস্তুত, তিনি বর্তমানে কোথায় রয়েছেন, তা নিয়েও নানা জল্পনা শুরু হয়েছে।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমস্যা কি আরও বাড়ল? এই প্রশ্ন উঠছেই। কারণ, বৃহস্পতিবারই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের একটি আদালত। সেইসঙ্গে, আরও অন্তত ৫০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে দাবি সূত্রের।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলাম এই প্রসঙ্গে এদিন বলেন, 'আদালত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করার এবং তাঁকে আগামী ১৮ নভেম্বর আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে।'

বাংলাদেশি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, শেষ যে ১৫ বছর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের সরকার ও প্রশাসনের নেতৃত্বে ছিলেন, সেই ১৫ বছরে অসংখ্যবার মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে।

এমনকী, পূর্বতন হাসিনা সরকারের বিরুদ্ধে গণ-গ্রেফতারি চালানো এবং তৎকালীন শাসকদলের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিনা বিচার খুন করারও অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে ইসলাম বলেন, 'গত জুলাই থেকে অগাস্ট মাস পর্যন্ত যাঁরা গণহত্যা চালিয়েছিলেন, যাঁরা গণতন্ত্রকে খুন করেছিলেন, তাঁদের সকলের নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা।'

বৃহস্পতিবার শেখ হাসিনার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করায় ইসলাম একে একটি 'অবিস্মরণীয় দিন' বলেও অবিহিত করেছেন।

প্রসঙ্গত, গত ৫ অগাস্ট বাংলাদেশ ছেড়ে পালানোর পর থেকে ৭৭ বছরের শেখ হাসিনাকে আর একবারও প্রকাশ্যে দেখা যায়নি। বস্তুত, তিনি বর্তমানে কোথায় রয়েছেন, তা নিয়েও নানা জল্পনা শুরু হয়েছে।

উল্লেখ্য, ছাত্র আন্দোলন ও কালক্রমে শুরু হওয়া গণ-আন্দোলনের জেরে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিতে বাধ্য হন শেখ হাসিনা। গত ৫ অগাস্ট তড়িঘড়ি নিজের বোনকে সঙ্গে নিয়ে নয়া দিল্লি চলে আসেন তিনি।

কিন্তু, তারপর থেকে হাসিনা কোথায় রয়েছেন, সেই বিষয়ে সরকারি স্তরে কোনও খবর সামনে আসেনি। সম্প্রতি বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়, হাসিনা নাকি আরব দেশে রয়েছেন।

কিন্তু, হাসিনার ছেলে নিজেই সেই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তিনি জানিয়েছেন, তাঁর মা নাকি এখনও পর্যন্ত ভারতেই রয়েছেন। কিন্তু, ভারত সরকার এ নিয়ে কোনও মন্তব্য করেনি।

এদিকে, হাসিনার এই 'ভারতে থাকা' নিয়ে পড়শি বাংলাদেশ ইতিমধ্যেই একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছে। যদিও ভারত তার প্রেক্ষিতে সরকারিভাবে কোনও সাড়া দেয়নি।

হাসিনাকে বিপাকে ফেলতে ইতিমধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাঁর কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। ফলত, প্রশ্ন উঠেছে, এই অবস্থায় হাসিনা যদি ভারতেই থাকেন, তাহলে তিনি কী পরিচয়ে এখানে থাকছেন? নয়া দিল্লি এরও কোনও জবাব দেয়নি।

তথ্য বলছে, ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে, বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনার বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা রুজু হলে ঢাকার তরফে নয়া দিল্লির কাছে হাসিনাকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানানো হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে স্বদেশে ফিরে আইনি কার্যাবলী ও ফৌজদারি শুনানির মুখে পড়তে হবে।

তবে, এখানেও কিছু শর্ত রয়েছে। তথ্যাভিজ্ঞ মহলের দাবি, বাংলাদেশ বললেই যে ভারত সরকার শেখ হাসিনাকে প্রত্যার্পণ করতে বাধ্য থাকবে, ব্যাপারটা মোটেও তেমন নয়।

যদি দেখা যায়, এই প্রত্যার্পণের আবেদনের কোনও 'রাজনৈতিক চরিত্র' রয়েছে, তাহলে ভারত সেই আবেদন বাতিলও করতে পারে।

পরবর্তী খবর

Latest News

কী নাচই না করছেন বিরাট ও অনুষ্কা! ছেলে-মেয়ে রেখে, খেলা ফেলে, কোথায় গেলেন দু'জনে? দীর্ঘতম ডিভোর্সের কেসে জুড়ল মজার পাঞ্চ! প্রকাশ্যে শ্রীমান ভার্সেস শ্রীমতীর ঝলক ১৫ মে পর্যন্ত উপচে পড়বে সৌভাগ্য! কৃপা করবেন স্বয়ং শনি ও সূর্য, লাকি ৩ রাশি ২১ এপ্রিলের নবান্ন অভিযান স্থগিত! কেন এই সিদ্ধান্ত নিলেন চাকরিহারা শিক্ষকরা? গুড বাই কলকাতা! শনিবারই শহর ছাড়ছেন ক্লেটন! বললেন, ‘সুপার কাপ জিততে চেয়েছিলাম’ 'এখন ভাই-দাদা বলে লাভ নেই', জাফরাবাদে নিহত পরিবারের ক্ষোভের মুখে সাংসদ গাঁটছড়ার পর ফের ছোট পর্দায় ফিরছেন শোলাঙ্কি? জল্পনা উসকে কী বললেন 'খড়ি'? মুর্শিদাবাদে হামলাকারীরা কি বহিরাগত? BSF-কে মমতার তোপের পর বড় দাবি সুকান্তর অস্ত্র হাতে স্যারের কোচিং লুটপাট, ভাঙচুর করে ছাত্ররাই! হিংসার আগুনে খাক বই, খাতা দেশে ধর্মীয় যুদ্ধ উস্কে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট দায়ী, দাবি বিজেপি সাংসদের

Latest nation and world News in Bangla

দেশে ধর্মীয় যুদ্ধ উস্কে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট দায়ী, দাবি বিজেপি সাংসদের লাভ জিহাদের অভিযোগে মধ্যপ্রদেশে দুই সম্প্রদায়ের সংঘর্ষ, আগুন জ্বলল বাড়ি-দোকানে দুই আইএসআই জঙ্গি মডিউলের পর্দাফাঁস, গ্রেফতার এক নাবালক সহ ১৩ জঙ্গি ‘ন্যাড়া’ বাস নিয়ে ৫ কিলোমিটার ‘উড়ে গেলেন’ চালক! তারপর অন্ধকারে নেমেই হাওয়া... ঝটিতি মিছিল করে চমকে দিচ্ছে হাসিনার দল, আটকাতে না পারলেই পুলিশকে কড়া দাওয়াই! সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক ছাত্রদের মদ্যপান করতে শেখাচ্ছে, সাসপেন্ড অভিযুক্ত বাংলাদেশ ভাগের জল্পনার মাঝেই পার্তব্য চট্টগ্রাম নিয়ে চরম সতর্কতা আমেরিকার হাসিনাকে নিয়ে ফাঁস আরও শক্ত করার চেষ্টায় ইউনুসরা!ইন্টারপোলের কাছে গেল ঢাকার চিঠি WAQF হিংসা নিয়ে মমতার সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে হুঙ্কার বিশ্ব হিন্দু পরিষদের গতবছর পিছিয়ে ছিলেন সফর, মোদীর সঙ্গে কথা হতেই মাস্ক বললেন, 'এবছর ভারত সফরে..'

IPL 2025 News in Bangla

IPL 2025-এর মাঝেই ‘চ্যাম্পিয়ন দলের’ আরও এক তারকাকে দলে ফেরাল KKR, ভাগ্য ফিরবে? পন্ত সম্পর্কে PBKSকে নিয়ে মিথ্যা পোস্ট এক্স ইউজারের! তুলোধনা করলেন প্রীতি জিন্টা ম্যাচ জয়ের শতকরা হারে IPL-র সেরা ক্যাপ্টেন কে? ধোনিকে তাড়া করছেন হার্দিক-শ্রেয়স DC-র নেট সেশনে হঠাৎই হাজির নেহরা! গিয়েই অনুশীলন বন্ধের নির্দেশ দিলেন পোড়েলকে! তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই! দর্শকাসন ভরাতে নয়া উদ্যোগ GTর! রাখা হচ্ছে ফ্যান, ORS! IPL-এর মাঝে মলদ্বীপে ছুটি কাটানো ব্যক্তিই হলেন মেন্টর, পিটারসেনকে রোস্ট রাহুলের পঞ্জাব ম্যাচের পরে RCB ভক্তরা উপোস করে কাটালেন! কারণ জানলে আপনিও অবাক হবেন IPL-এর তুলনায় বেশি টাকা পান PSL-এর প্রতি ম্যাচের সেরা ক্রিকেটার- তফাৎ কতটা? বিরাটদের হারিয়ে RCB ও GT-কে পিছনে ঠেলে IPL 2025 পয়েন্ট টেবিলে PBKS-র লম্বা জাম্প ঘরের মাঠে হারের হ্যাটট্রিক RCB-র, বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ৫ উইকেটে জিতে দুইয়ে PBKS

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.