Viral News:ঘরভাড়াই অন্তত ২০০০ ডলার। এছাড়া লাইট, ফ্যানের খরচ তো রয়েছেই। মাস গেলে এত ভাড়া দেওয়ার ঝক্কি এড়াতে অভিনব সিদ্ধান্ত নিয়েছেন ডেস্টিনি। ইনস্টাগ্রামে তাঁর একটি রিল ভাইরাল হয়েছে সম্প্রতি। ভিডিয়োতে সে জানিয়েছে, অতিরিক্ত ভাড়ার জন্য সে আর বাড়িতে থাকে না। বর্তমানে সে অফিস আর জিম মিলিয়ে থাকে। অফিসে কিছুটা সময় আর জিমে কিছুটা সময়, এভাবেই তার দিন কাটছে।
কেন এই সিদ্ধান্ত?
ডেস্টিনি জানিয়েছেন, ২০০০ ডলার বাড়ি ভাড়া আর অন্যান্য খরচ দিতে দিতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। তার আয়ের একটা বড় অংশ চলে যায় এসবের পিছনেই। তাঁর একা একটা মানুষের সংসার খরচ কমাতে তিনি ভাড়া বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেন। প্রথমে তিনি তাঁর গাড়িতে থাকতেন। সেখানেই রাত্রিযাপন করতেন। কিন্তু গাড়িটি নষ্ট হয়ে যাওয়ায় তা আর বাসযোগ্য থাকেনি। ধীরে ধীরে সেখানে থাকার পাট চুকিয়ে ফেলতে হয়। খোঁজ শুরু হয় নতুন ঠাঁইয়ের। এই সময় তাঁর অফিসের বসকে তিনি এই ব্যাপারে জানান। সাহায্য চান, যদি অফিসে মাথা গোঁজার জন্য একটি ছোট্ট স্থান পাওয়া যায়। তাঁর বস তাঁকে তেমন স্থান করে দেন। এর পর থেকে সেখানেই থাকতে শুরু করেন।
আরও পড়ুন - রোদে না শুকিয়েও তৈরি করা যায় আলুর চিপস, রইল রেসিপি
আরও পড়ুন - বার্ড ফ্লু নিয়ে চিন্তায়? মুরগির মাংস কেনা থেকে রাঁধা পর্যন্ত খেয়াল রাখুন ৫ টিপস
জিমে স্নান
অফিসে রাত্রিযাপনের ব্যবস্থা হয়ে গেলেও স্নানের সমস্যা তখনও মেটেনি। এই ব্যাপারে সহায় হয় তাঁর জিম। যেই জিমে তিনি নিয়মিত শরীরচর্চা করতে যান, সেখানেই স্নান করে নেওয়ার ব্যাপারে প্রস্তাব রাখেন জিমমালিকের কাছে। জিমমালিক অনুমতি দেওয়ার পর থেকে সেখানেই তিনি স্নান করে পোশাক বদল করে নেন। খরচ কমাতে ডেস্টিনি খাওয়া-দাওয়াও যৎসামান্য করেন বলে জানিয়েছে।
আরও পড়ুন - বাসি খাবার গরম করার সঠিক উপায় জেনে নিন, সুগন্ধ এবং স্বাদ নষ্ট হবে না কোনওটাই
আরও পড়ুন - মিক্সারে পাত্র আটকে গিয়েছে? এই কায়দাটি জানলে আর সমস্যা হবে না খুলতে
নেটপাড়ার মন্তব্য
নেটিজেনদের অনেকেই ডেস্টিনির প্রতি সহানুভূতি জানিয়েছেন। এক নেটিজেনের কথায়, ‘কতরকম পরিস্থিতির সঙ্গে মানুষকে লড়াই করতে হয়!’ আরেক নেটিজেন অবশ্য বিদ্রুপ করে লেখেন, ‘এভাবে অনেক টাকা বাঁচছে তাহলে!’। তবে অধিকাংশ নেটিজেনই ডেস্টিনির এই পরিস্থিতির প্রতি সহানুভূতি দেখিয়েছেন।