Durga puja 2024: লুচি নরম হচ্ছে না কিছুতেই? অষ্টমীর আগেই জেনে নিন একে লোভনীয় বানানোর টিপস Updated: 03 Oct 2024, 03:32 PM IST Simli Lahiri Dasgupta Durga puja 2024:বাঙালি পরিবার মানেই লুচি মাস্ট। আর পুজোর দিন হলে তো কথাই নেই। মায়ের ভোগ থেকে শুরু করে নিজেদের প্রাত:রাশ কিংবা দুপুরের ভূরিভোজে কিন্তু লুচি থাকেই। নরম তুলতুলে লুচি কার না পছন্দের! আজ জেনে নিই সেই নরম ফুলকো ফুলকো লুচির কিছু সহজ টিপ্স।