পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Maha Saptami Wishes: কাল মহাসপ্তমী, প্রিয়জনদের পাঠিয়ে দিন এই বিশেষ দিনের শুভেচ্ছাবার্তা
মহাসপ্তমীতে আপনার বহু প্রিয় মানুষই আপনার থেকে ভৌগলিকভাবে অনেকখানি দূরে। কিন্তু পুজোর দিনে তাঁদের পাঠিয়ে দিতে পারেন শুভেচ্ছাবার্তা। রইল এখানে।
- তোমাকে এবং তোমার পরিবারের সকলকে জানাই মহাসপ্তমীর শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক ভালোবাসা।
- মহাসপ্তমীর খুব ভালো কাটুক তোমাদের। আগামী দিনগুলো হয়ে উঠুক সুন্দর। শুভ দুর্গা পুজো।
- তোমার জীবন আরও সুন্দর হোক। দেবী দুর্গার কৃপায় আগামী দিনগুলিতে জীবন হয়ে উঠুক আরও আনন্দময়।
- তোমার জীবনে আনন্দ ভরে থাকুক। গানে গানে আরও রঙিন হয়ে উঠুক জীবন। শুভ মহাসপ্তমী।
- দেবী দুর্গা, সারা জীবন যেন তোমার আশীর্বাগ সঙ্গে নিয়ে চলতে পারি। সঙ্গে থেকো তুমি। সকলকে মহাসপ্তমীর অনেক শুভেচ্ছা।
- তোমার কর্মজীবন দেবী দুর্গার কৃপায় আরও সুন্দর হয়ে উঠুক। আগামী দিনগুলি হোক সুন্দর, বর্ণময় এবং আনন্দময়। ভালো থেকো। শুভ মহাসপ্তমী।
- মহাসপ্তমীর দিন পেটপুরে খাওয়াদাওয়া হোক। সারা দিনটা ভালো কাটুক। সকলকে মহাসপ্তমীর শুভেচ্ছা।
- বাড়ির সকলের উন্নতি হোক দেবীর কৃপায়। সকলকে মহাসপ্তমীর শুভেচ্ছা।
- ছোটবেলার পুজোর দিনগুলি ভুলে যাওনি তো? তেমন সুন্দর দিন আর ক’টা ছিল এ জীবনে? এবারের পুজোর দিনগুলিও কাটুক তেমনই আনন্দে। রইল অনেক শুভেচ্ছা।