পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Janmashtami 2022 Wishes: জন্মাষ্টমীর এই শুভ দিনে প্রিয়জনকে পাঠিয়ে দিন শুভেচ্ছাবার্তা, কী লিখবেন
এসে গেল বছরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। হিন্দুধর্মের মানুষের কাছে এটি অত্যন্ত পবিত্র এবং শুভ। এই জন্মাষ্টমীতে অেকেই প্রিয়জনদের থেকে দূরে রয়েছেন। কিন্তু তার মধ্যেও আন্তরিক শুভেচ্ছাবার্তা পাঠাতে কোনও অসুবিধা নেই।
আজকের দিনে কেমন বার্তা পাঠাবেন? রইল এখানে।
- ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে পৃথিবী থেকে দূর হোক সব দুঃখ আর কষ্ট। তোমার জীবন থেকেও দূর হোক সব অশান্তি। জীবনে নেমে আসুক সুখের সময়। জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই তোমায়।
- গোপাল ঠাকুরের আশীর্বাদে তোমার জীবন সুখের হয়ে উঠুক। জীবন ভরে উঠুক সাফল্যে। দূর থেকেও এই প্রার্থনাই করি। শুভ জন্মাষ্টমী।
- জন্মাষ্টমীর মতোই আনন্দদায়ক হোক তোমার জীবনের প্রতিটি দিন। প্রতিটি দিনই ভরে থাকুক ভগবানের আশীর্বাদে। যা যা স্বপ্ন আছে, তা পূরণ হোক। শুভ জন্মাষ্টমী।
- এই জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ তোমার উপর পড়ুক। তোমার জীবন সুন্দর হয়ে উঠুক। পরিবারের সকলেই যেন আনন্দে থাকেন। তাঁদের জীবনও যেন সুন্দর হয়ে ওঠে। শুভ জন্মাষ্টমী।
- তোমায় এভং তোমার পরিবারের সকলকে জানাই জন্মাষ্টমী প্রীতি ও শুভেচ্ছা। প্রার্থনা করি, তোমাদের সকলের জীবন খুব সুন্দর হয়ে উঠুক। তোমরা যেন খুব সুখে থাকো, আনন্দে থাকো। আর ভালোবাসায় ভরে থাকো। শুভ জন্মাষ্টমী।
- জন্মাষ্টমীর পূণ্য তিথি এসেই গেল। আমরা সারা বছর এই দিনটির অপেক্ষায় থাকি। আমাদের প্রত্যেকের জীবন যেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুন্দর হয়ে ওঠে। এই প্রার্থনা করি। শুভ জন্মাষ্টমী।
- বন্দু, তুমি দূরে আছো ঠিকই, কিন্তু আমার শুভেচ্ছা সব সময়ে তোমার সঙ্গে আছে। আজকের এই পবিত্র দিনে সেই কথাই আবারও মনে করিয়ে দিতে চাই। তুমি খুব ভালো থেকো। আনন্দে থেকে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা যেন তোমার উপর সব সময়ে থাকে। শুভ জন্মাষ্টমী।