১ সন্তান ও তাদের মায়ের জন্য গোপন বাড়ি কিনলেন ইলন মাস্ক। বিলিয়ন বিলিয়ন মূল্যের সেই সম্পত্তি। প্রাসাদ বললেই চলে। কিনেছেন। জানা গিয়েছে, ১৪৪০০ বর্গফুট জুড়ে বিস্তৃত এই বিলাসবহুল সম্পত্তির দাম ২৯৫ কোটি টাকা। অথচ, চার বছর আগেই, মাস্ক বলেছিলেন, তিনি কোনও বাড়ি কিনবেন না। যা সম্পত্তি রয়েছে, সব বিক্রি করে দেবেন। কিন্তু অবশেষে নিজের ১১ সন্তানের মুখের দিকে তাকিয়ে সিদ্ধান্ত বদলে গেল বিলিয়নিয়ার ব্যবসায়ী।
আরও পড়ুন: (Menopause in Men: পুরুষেরও কি মেনোপজ হয়? কোন কোন লক্ষণ থেকে বুঝবেন)
রিপোর্ট অনুসারে, এলন মাস্কের কেনা সম্পত্তিতে দু' টি আলাদা আলাদা বাড়ি রয়েছে। প্রথমটা অনেকটা ইতালিয়ান টাস্কান ভিলার মতো। আর এর ঠিক পেছনেই রয়েছে ছয় বেডরুমের বিরাট বাড়ি। সূত্রের খবর, এই সম্পত্তি কেনার বিষয়টি সম্পূর্ণ গোপন রাখার চেষ্টা করেছেন মাস্ক। এমনকি পুরো তথ্য ধামাচাপা দিতে বাড়ির মালিককে বাড়ির মূল্যের চেয়েও ২০ শতাংশ থেকে ৭০ শতাংশ বেশি অফার করা হয়েছিল বলে খবর।
আরও পড়ুন: (World Pneumonia Day: নিউমোনিয়া কী? এই রোগটি সম্পর্কে ৪টি কথা না জানলেই নয়)
মাস্কের ঘনিষ্ঠ ব্যক্তিদের সূত্রে জানা গিয়েছে, ১১ সন্তান ও তাদের মায়ের জন্য এই বিশাল বাড়িটি কেনার পেছনে রয়েছে অনন্য একটি কারণ। আসলে, মাস্ক চান তাঁর সন্তানেরা একে অপরের সঙ্গে মিশুক। এক সঙ্গে থাকুক। একে অপরকে চিনুক।
আরও পড়ুন: (World Pneumonia Day: ১২ নভেম্বর কেন বিশ্ব নিউমোনিয়া দিবস পালিত হয়? জেনে নিন এর গুরুত্ব)
মাস্কের সুবিশাল পরিবার
ইলন মাস্কের প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের পাঁচ সন্তান রয়েছে। তাঁদের বিয়ে ২০০০ থেকে ২০০৮ পর্যন্ত স্থায়ী হয়েছিল। মাস্কের দ্বিতীয় স্ত্রী গায়িকা গ্রিমস। তাঁর সঙ্গে আবার মাস্কের তিন সন্তান রয়েছে। যাইহোক, এখন আবার মাস্ক এবং গ্রিমস তাঁদের সন্তান কার কাছে থাকবে, তা নির্ধারণ করতে গিয়ে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েছেন। ওদিকে বিলিয়নিয়ার মাস্কের শিভন জিলিসের সঙ্গে আরও তিন সন্তান রয়েছে।
প্রসঙ্গত, এই বছরের শুরুর দিকে, মাস্ক জোর দিয়ে বলেছিলেন যে তাঁর মতে, বিশ্বব্যাপী জনসংখ্যা হ্রাস হতে চলেছে, যা মানবতাকে নিশ্চিহ্ন করে দেবে। শুধু তাই নয়, জুন মাসের দিকে, তিনি এও বলেছিলেন যে, সন্তান নেওয়ার বিষয়টা একটি জাতীয় জরুরি অবস্থা হিসাবে দেখা উচিত। এমন পরিস্থিতিতে, উদ্বিগ্ন মাস্ক, নিজের বন্ধু ও পরিজনদের কাছে নিজের শুক্রাণুও অফার করেছেন বলে জানা গিয়েছে।