Durga Puja 2024: তিলোত্তমার জন্য ন্যায়বিচার চেয়ে পুজোর মধ্যেও লাগাতার আন্দোলন চলছে। এর মধ্যেই ঘটে চলেছে জয়নগর ও নিউটাউন যাত্রাগাছির মতো যৌন নির্যাতনের ঘটনা। বিভিন্ন রাজনৈতিক দল থেকে সাধারণ নাগরিককে রাস্তায় নেমে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে। কিন্তু রাস্তাঘাটে বেরোলে মেয়েরা যে অশালীন স্পর্শের শিকার হন, তার কী হবে?
পুজো মণ্ডপে বিশেষ অডিয়ো বার্তা
সম্প্রতি কলকাতার তিন পুজো মহিলাদের সঙ্গে অবিরাম ঘটে চলা এই সমস্যার কথাই তুলে ধরছে। তুলে ধরা হচ্ছে বিশেষ অডিয়ো বার্তার মাধ্যমে (Social Security Message For Women)। উত্তর কলকাতার দমদম তরুণ সংঘ ও দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক, হিন্দুস্তান পার্কের পুজোয় থাকবে এই অডিয়ো বার্তা। বিখ্যাত সঙ্গীতশিল্পী উষা উত্থুপ ও অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী রয়েছেন অডিয়ো বার্তায় দেওয়া কণ্ঠ হিসেবে।
আরও পড়ুন - Durga Puja 2024: বলাগড়ের এই পুজো স্মরণ করবে অভয়াকে, অভিনব উদ্যোগ ৩০০ বছর প্রাচীন পুজোয়
রাস্তাঘাটে লাগাতার অসভ্যতার শিকার
বাস, ট্রেন, মেট্রোর ভিড়ের মধ্যে অশালীন স্পর্শ। অটোয় সামনে বা পিছন, যেকোনও সিটে বসলেই পুরুষ সহযাত্রীর কনুইয়ের গুঁতো খাওয়া প্রায় সব মেয়েদের নিত্যদিনের অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা সঙ্গে নিয়েই রোজকার কাজে যাওয়া ও কাজ থেকে ফেরা। রাস্তাঘাটে এমন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিরা মাঝে মাঝে জনরোষের শিকারও হন। কিন্তু আখেরে লাভ হয় না। কারণ পরিস্থিতি এখনও একই রয়ে গিয়েছে। তবে এই তিন পুজোর অডিয়ো বার্তার মাধ্যমে সরাসরি সচেতন করার একটা প্রয়াস চালাবেন উদ্যোক্তারা।
‘নিজের কনুই নিজের কাছে রাখুন’
উপরের কথাটির মতোই কিছু বাক্য শোনা যাবে অডিয়ো বার্তায়। যেমন শোনা যাবে, ‘কাছের লোক না হলে বেশি কাছে আসবেন না’। সমাজমাধ্যমে মেয়েদের প্রায়ই টোপের শিকার হতে হয়। সেই নিয়েও দেওয়া হবে বার্তা। হিন্দুস্তান পার্কের এক পুজো উদ্যোক্তার কথায়, সমাজকে সুরক্ষিত ও আরও সচেতন করতে এই ছোট্ট প্রয়াস নেওয়া হয়েছে। মেয়েরা রাস্তায় বেরোলে প্রায়ই নিরাপত্তার অভাব বোধ করে। তাই এই ধরনের বার্তা দেওয়ার প্রয়োজন আছে বলেই মনে করছেন তিনি। শুধু মণ্ডপের ভিতর নয়, প্যান্ডেলগুলিতে ঢোকার মুখেও থাকবে মাইক দিয়ে এই ধরনের বার্তা দেওয়ার চেষ্টা। আর ঘোষক হিসেবে শোনা যাবে মহিলাদের কণ্ঠ। যার দায়িত্বে সঙ্গীতশিল্পী উষা উত্থুপ ও অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।