বাংলা নিউজ > টুকিটাকি > Durga Puja 2024: পানিহাটিতে ১০০ ফুট উঁচু নজরকাড়া মণ্ডপ, প্রশাসনের সায় নিয়ে দানা বাঁধছে বিতর্ক
পরবর্তী খবর
Durga Puja 2024:সোদপুরের পানিহাটিতে থাকতেন আরজিকর কাণ্ডের নির্যাতিতা। সেখানেই এবার ১১০ ফুটের (100 ft Durga Idol) পুজো মণ্ডপ গড়ছে একটি পুজো কমিটি। তবে সম্প্রতি এত উঁচু পুজো প্যাণ্ডেল গড়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। রানাঘাটে ১০০ ফুট উঁচু দুর্গামূর্তি গড়ার অনুমতি চেয়েছিল এক পুজো কমিটি। কিন্তু তাদের অনুমতি দেয়নি স্থানীয় প্রশাসন। এই নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। কিন্তু তাতে লাভ হয়নি। কোর্ট থেকেও হতাশ হয়ে ফিরতে হয় পুজো উদ্যোক্তাদের। সেই আবহেই ফের ১১০ ফুট উঁচু পুজো মণ্ডপ গড়া হচ্ছে পানিহাটিতে। স্বভাবতই প্রশ্ন উঠছে কীভাবে তা সম্ভব হচ্ছে। স্থানীয় প্রশাসন এই পুজোয় (Durga Puja 2024) সায় দিচ্ছে ?
প্রশাসনের সায় রয়েছে এই পুজোয় ?
প্রসঙ্গত, গত ৯ অগাস্ট আরজি করের সেমিনার রুমে এক জুনিয়র ডাক্তারের মৃতদেহ পাওয়া যায়। পরে অভিযোগ ওঠে খুন ও গণধর্ষণের। নারকীয় সেই ঘটনার শিকার নির্যাতিতার বাড়ি সোদপুরের পানিহাটিতে। তার বাড়ি থেকে পাঁচ কিলোমিটারের মধ্যেই সোদপুর ধানকল বাসস্ট্যান্ড সমিতির পুজো। সেখানেই এবার ১১০ ফুট উঁচু পুজো মণ্ডপ তৈরি করা হচ্ছে। পুজো মণ্ডপটি তৈরি হচ্ছে মা দুর্গার মূর্তির আদলে। ফলে বাইরে থেকে দেখলে যে কেউ মনে করতে পারেন, এটি আসলে দেবীর মূর্তি। কিন্তু রানাঘাটের কামালপুরের পুজো যেখানে অনুমতি পেল না, সেখানে এই পুজো কীভাবে অনুমতি পেল ? কী বলছেন পুজো উদ্যোক্তা ?আরও পড়ুন - Durga Puja 2024: সাড়ে সাতশো চারাগাছ প্রাণ দিচ্ছে শহরের এই পুজোয়, উদ্বোধনেও থাকছে বিশেষত্ব