পুজোর আগেই শপিং করে সমস্ত টাকা শেষ হয়ে গেছে? হাতে এক টাকাও নেই? তাহলে কীভাবে সাজাবেন বাড়ি? একদম চিন্তা করবেন না। হাতে টাকা না থাকলেও একেবারে বিনা পয়সায় কীভাবে ঘর সাজানো যায়, সেই উপায়ই বলে দেওয়া হবে এই প্রতিবেদনে।
প্রথম উপায়: আপনার বাড়িতে যদি বই থাকে তাহলে বইগুলিকে একটু অন্যরকম ভাবে সাজিয়ে দেখুন। আপনি যত আকর্ষণীয়ভাবে বই সাজাতে পারবেন, ততই মানুষের নজর কাড়বে।
দ্বিতীয় উপায়: রান্না ঘরের যে জায়গায় আপনার কাঁচের কাপ প্লেট থাকে, এই জায়গাটি ভালো করে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে রাখুন। যেমন ধরুন, একটি তাকে শুধুমাত্রই প্লেট রাখলেন। অন্য একটি তাকে রাখলেন শুধু বাটি। এভাবে আপনার খুঁজে পেতেও সুবিধা হবে আবার দেখতেও সুন্দর লাগবে আপনার বাড়ি।
(আরও পড়ুন: পুজোয় এবার সাজবেন নাকি নিজের হাতে তৈরি গয়নায়? কিভাবে বানাবেন জানুন)
তৃতীয় উপায়: আপনার বারান্দা থেকে একটি বা দুটি টব এনে আপনার রান্না ঘরের কাউন্টার টপের একটি কোনায় রেখে দিতে পারেন। এতে আপনার রান্নাঘরটি আলাদাই আকর্ষণীয় হয়ে উঠবে।
চতুর্থ উপায়: ড্রয়িং রুমের একটি কোনায় বিভিন্ন দৈর্ঘ্যের মোমবাতি রাখুন। যদি সুগন্ধি মোমবাতি হয় তাহলে অতিথি এলে সেগুলি জ্বালাতেও পারেন, এই কাজটি করলে বিষয়টি সুন্দর পরিবেশ তৈরি হবে আপনার বাড়িতে।
পঞ্চম উপায়: আপনার যদি ফটোগ্রাফির শখ থাকে তাহলে ছোট ছোট ফটো পোস্ট কার্ডের আকারে বের করে সেগুলি একটি স্ট্রিং এবং কিছু ক্লিপ দিয়ে ঘরের এক কোনায় দেওয়ালে ঝুলিয়ে রাখতে পারেন। এতে আপনার ঘরটি দেখতে সুন্দর লাগবে আবার আপনার গুণের বহিঃপ্রকাশও ঘটবে।
(আরও পড়ুন: সপ্তমীতে ছোঁড়া হয় ৫ রাউন্ড গুলি! মালদার এই দুর্গাপুজোয় বিশেষ কারণে এই রীতি)
ষষ্ঠ উপায়: আপনার যদি মেডেল বা সার্টিফিকেট থাকে অথবা আপনার যদি কিছু সংগ্রহ করার নেশা থাকে, তাহলে সেটি ড্রয়িং রুমের পাশে একটি টেবিলের ওপর সাজিয়ে রাখতে পারেন। এতে সৌন্দর্য বাড়ার পাশাপাশি সকলের কাছে প্রশংসিত হবেন আপনি।
সপ্তম উপায়: অতিথিরা এসে যে সোফায় বসবেন, তার পেছনের দেওয়ালে কিছু ছবি টাঙিয়ে রাখতে পারেন। তবে ছবি নির্বাচন করার সময় সব সময় মাথায় রাখবেন যাতে একটু হলেও আনন্দের আমেজ তৈরি হয়।