Durga Puja 2024: বিশ্বখ্যাত টাইমস স্কোয়ারেও এবার দুর্গা পুজোর ঝলক। বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবার পৌঁছে গেল নিউইয়র্কের ব্যস্তবহুল টাইমস স্কোয়ারে। টাইমস স্কোয়ারের ঠিক মধ্যিখানে আয়োজিত হল দুর্গা পুজো। ব্যস্ত রাস্তার ঠিক মাঝখানে একটি প্যান্ডেল নির্মাণ করে সেখানে প্রতিষ্ঠিত হয়েছে দেবীমূর্তি। তার পাশেই সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি স্টেজ। সেখানেই দুর্গা পুজোর বিখ্যাত গান গেয়ে উঠলেন আয়োজকদের একজন। আর গানের তালে তাল মেলালেন প্রবাসী বাঙালিরা। সম্প্রতি এই পুজোর ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
টাইমস স্কোয়ারে উৎসবে মাতোয়ারা বাঙালি
আমেরিকার টাইমস স্কোয়ার একদিকে যেমন বিখ্যাত বিনোদন দুনিয়ার হাব, তেমনই অন্যদিকে বিখ্যাত পর্যটন কেন্দ্র। আমেরিকার নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত এই স্থানটি সারা বিশ্বের কাছেই একটি বিরাট আকর্ষণ। থিয়েটার, মিউজিক হল থেকে আপস্কেল হোটেল নিয়ে রমরমা টাইমস স্কোয়ারে বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা ভ্রমণের জন্য আসেন, শুধুমাত্র স্থানটির সমৃদ্ধ সংস্কৃতি উপভোগ করতে। সেই টাইমস স্কোয়ারের ঠিক মাঝখানেই এবার প্রবাসী বাঙালিরা আয়োজন করেছেন দুর্গা পুজোর।
আরও পড়ুন - Qatar Moon Tower Theme: কাতারের মুন টাওয়ার এবার হুগলিতে! শহর থেকে দূরে হলেও তাক লাগাচ্ছে এই পুজো
উদযাপন গানের মাধ্যমে
এই প্রথম টাইমস স্কোয়ারে আয়োজিত হচ্ছে দুর্গা পুজো। ফলে প্রবাসী সব বাঙালির মধ্যে এই নিয়ে উন্মাদনা তুঙ্গে। সেই উন্মাদনার একটি ঝলক দেখা গেল এই দিনের ভাইরাল ভিডিয়ো। স্টেজে একজনের কন্ঠে শোনা গেল দুর্গা পুজোর বিখ্যাত গান ‘এলো এলো এলো দুর্গা মা’। অন্যদিকে সেই গানের তালে তালে পা মেলালেন প্রবাসী বাঙালি উদ্যোক্তারা। আট থেকে আশি সকলকেই এই দিন দেখা গেল টাইমস স্কোয়ার চত্ত্বরে মায়ের পুজোয়। দেখা গেল গানের তালে তালে পা মেলাতে। এমনকি সেলফি, ভিডিয়ো করেও এই অভূতপূর্ব সময়কে ফ্রেমবন্দি করলেন অনেকে।
ইন্সটাগ্রামে ভাইরাল ভিডিয়ো
ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে সোমবার রাত আটটা নাগাদ। পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই বিপুল মাত্রায় শেয়ার হতে থাকে। পাশাপাশি লাইক, কমেন্ট ও শেয়ারও পায় ওই রিলটি। মূলত দুইদিনের এই পুজোয় নবমী ও দশমীর উদযাপন হতে চলেছে। মন্ত্রপাঠও হবে। সবশেষে হবে সিঁদুর খেলা। টাইমস স্কোয়ারেই এই ঐতিহ্যবাহী সিঁদুর খেলা হবে। পুজোর রীতিনীতি শেষে একটি বলিউড ডান্স ফেস্টিভ্যালের আয়োজন হবে বলে জানিয়েছে দ্য বেঙ্গল ক্লাব ইউএসএ।