ভালোবাসায় বিশ্বাসীরা বলেন যে কারও হাতে মেহেন্দির রঙ যত গাঢ় হয়, সে তত বেশি প্রেমময় জীবনসঙ্গী পায়। কিন্তু এ যুগ এগিয়ে চলেছে উল্টো দিকে। এখন কেবল বিয়ে বা সম্পর্কের শুরুতে নয়, সম্পর্কের ভাঙনেও পার্টি দিচ্ছে মানুষ। মহানায়ক উত্তর কুমারের 'ওগো বধূ সুন্দরী' সিনেমায় হারাধন বন্দোপাধ্যায়ের মত ব্যাপারটা কিছুটা। সম্প্রতি, এক মহিলা তাঁর ডিভোর্স পার্টি দিয়েছিলেন। মন খারাপ করে ঘরের কোণে বসে না থেকে পার্টিতে উদ্দাম নাচও নেচেছিলেন। আর এখন আরও একজন মহিলা বিয়ে ভাঙার গল্প তুলে ধরেছেন মেহেন্দির মাধ্যমে।
ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে ওই মহিলার 'ডিভোর্স মেহেন্দি'-এর ভিডিয়ো। তবে গল্পটি সত্য নাকি সৃজনশীলতার একটি অংশ, তা স্পষ্ট নয়। কিন্তু মেহেন্দি যতটা সুন্দর, তেমনই 'বেদনাদায়ক'। ডিভোর্স নিয়ে মশকরা না করে, ডুকরে কেঁদে না উঠে, এই বিষয়টিকেও যে এমন অনন্যভাবে উপস্থাপন করা যায়, তা পোস্টটি না দেখলে বিশ্বাস করাও কঠিন।
আরও পড়ুন: (Viral Video: যাত্রীর দাপটে হাইজ্যাকের হাত থেকে বাঁচল বিমান, ভাইরাল ভিডিয়ো দেখে অবাক নেটিজেন)
কী দেখা গিয়েছে 'ডিভোর্স মেহেন্দি'-এর ভিডিয়োতে
মেহেন্দি ডিজাইনের উপরে লেখা আছে - 'একটি স্মরণীয় দিন। এর পর বন্ধুত্বের প্রতীক তৈরি করা হয়েছে। এর পরে লেখা- 'বিয়ের পর'। তারপর নিচে লেখা- 'পুত্রবধূ বা চাকর'। এর সঙ্গে রয়েছে এক নারীর ছবি। তার উপর একটি পা তৈরি করা হয়েছে। কাছাকাছি একটি বালতি এবং একটি ওয়াশিং ব্রাশের একটি ছবি আছে। এর পরে লেখা- 'একজন অপরিচিতের ঘরকে আমি আমার বাড়ি ভেবেছিলাম... ভুলটা কী ছিল?'
এরই পাশাপাশি, এবার একজন পুরুষ এবং একজন মহিলাকে দেখানো হয়েছে। এতে দুজনকেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতে দেখা যায়। এরপর লেখা হয়- 'শ্বশুর মশাই সমর্থন করেননি'। এরপরে একটি ভাঙা হৃদয়ের ছবি। এর সামনে একটি মহিলার ছবি রয়েছে। এতে তাঁকে নিজের ভাঙা হৃদয় বহন করতে দেখা যায়। নিচে লেখা- 'অবশেষে ডিভোর্স।' পাকিস্তানি গায়ক রাহাত ফতে আলীর 'জাগ সুনা-সুনা লাগে' গানটিও এই পোস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভিডিয়োটি দেখুন এখানে
@urvashis_mehandi_and_makeover নামে একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে এই ভিডিয়ো পোস্ট করা হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা- 'ফাইনালি ডিভোর্সড' অর্থাৎ অবশেষে ডিভোর্স হল। বিবাহবিচ্ছেদের মানসিক ধাক্কাই এই মেহেন্দিতে ডিজাইনের মাধ্যমেই ফুটিয়ে তোলা হয়েছে। শেয়ার করার পর থেকে, এটি ২০,০০০ এর বেশি লাইক এবং এক মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করেছে।
আরও পড়ুন: (Chocolate With Chicken Tikka: চিকেন চকোলেট টিক্কা তৈরি করলেন ব্যক্তি, ভিডিয়ো দেখে হতবাক নেটপাড়া)
প্রসঙ্গত, ৬ ডিসেম্বর পোস্ট করা মেহেন্দি ডিজাইনের এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তবে ভিডিয়োটির কমেন্ট বক্স বন্ধ রেখেছেন ব্যবহারকারী। যে মহিলা এই মেহেন্দি ডিজাইন পোস্ট করেছেন তাঁর নাম উর্বশী ভোরা শর্মা। যদিও, উর্বশী প্রায়ই তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মেহেন্দি ডিজাইনের অনেক ভিডিয়ো এবং ফটো শেয়ার করেন। আর মেহেন্দি সাধারণত প্রেম, একতা এবং উদযাপনের প্রতীক হিসাবে দেখা হয়। আর সেখানে দাঁড়িয়ে এই মেহেন্দির মাধ্যমে নিজের বেদনা প্রকাশের অনন্য কারুকার্য ভিডিয়োটি ছিল অনন্য।