নির্মাণকর্মী ফ্যানের সঙ্গে সেলফি নিতে অভাবনীয় কাজ করলেন বিদ্যুত্ জামাল। বহুতলে বাঁধা ভাড়া বেয়ে নেমে গেলেন তিনি। তরতর করে নেমে পৌঁছে গেলেন ওই ফ্যানের কাছে। তুললেন সেলফি। তাঁর এমন কাণ্ডে চমকে উঠেছেন সকলে।এমনিতে বিদ্যুত্ জামাল মানেই দুর্দান্ত স্টান্ট। একথা কারও অজানা নয়। কিন্তু তাই বলে কোনওরকম নিরাপত্তার সতর্কতা ছাড়াই বহুতল থেকে এভাবে ঝুলে পড়া?ভিডিয়োটি নিজেই শেয়ার করেছেন বিদ্যুত্ জামাল। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বহুতলের বারান্দা থেকে এক নির্মাণকর্মীর সঙ্গে কথা বলছেন তিনি। ওই নির্মাণকর্মী নিজেও কোনও সেফটি হারনেস পরেননি।কথায় কথায় তিনি বিদ্যুত্ জামালের সিনেমা দেখেছেন বলে জানালেন। তাঁর অ্যাকশন, স্টান্ট খুব ভালো লাগে বলেও জানালেন ওই নির্মাণকর্মী। উত্তরে বিদ্যুত্ বললেন, 'আসল স্টান্টম্যান তো আপনারা।'এরপরেই দেখা গেল বিদ্যুত্ বারান্দার পাঁচিল টপকে রড বেয়ে নামতে শুরু করলেন। সঙ্গে সঙ্গে ভিডিয়ো করা ব্যক্তি বারণ করলেন। তবে তাতে বিন্দুমাত্র কর্ণপাত করলেন না বিদ্যুত্। জুতো পরেই নেমে গেলেন রড বেয়ে। তারপর ভিডিয়োও করলেন ওই নির্মাণকর্মীর সঙ্গে।দেখুন সেই ভিডিয়ো: আগামী ৮ জুলাই আসছে বিদ্যুতের নতুন সিনেমা খুদা হাফিজ টু। তার ট্রেলারও প্রকাশিত হয়েছে।কমান্ডো সিরিজের সিনেমায় তাঁর অ্যাকশনের কথা কারও অজানা নয়। কেরলের রণশৈলী কালারিপাট্টুতেও অভিজ্ঞ বিদ্যুত্ জামাল। বিভিন্ন দেশে গিয়ে সেখানকার মার্শাল আর্টের প্রশিক্ষণ নিয়েছেন তিনি। ২৫টিরও বেশি দেশে লাইভ অ্যাকশন পারফর্ম করেছেন। পশ্চিমী দেশে ভারতের জ্যাকি চ্যান বলেও তুলনা করা হয় তাঁর।