সোমবারই কলকাতা বিমানবন্দরে দেখা মিলেছিল ভিকি কৌশলের। আর এবার মঙ্গলবার দুপুরে কলকাতা মজল বরুণ ধাওয়ানে। ভবানীপুর কলেজের সামনে জনতার ভিড়ে ডেভিড ধাওয়ান পুত্র। গাড়ির ছাদে উঠে সামনে উপস্থিত সকলের দিকে তাকিয়ে হাত নাড়লেন, সেলফি তুললেন। গাড়ির পাশেই দাঁড়িয়েছিলেন কৃতি শ্যানন। Varun-Kriti Live: 'ভেড়িয়া'র প্রচারে কলকাতায় বরুণ-কৃতী। 'ভেড়িয়া'র প্রচারে কলকাতায় এসেছএন তাঁরা।
দুজনেই এখন ভীষণ ব্যস্ত তাঁদের আগামী ছবি 'ভেড়িয়া' এর প্রচারে। ছবিটি আগামী ২৫ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ভেড়িয়া ছবিটির পরিচালনা করেছেন অমর কৌশিক। ছবির জন্য দেশের নানা প্রান্তে প্রচার করে বেড়াচ্ছেন। করোনার কারণে গত দু বছরে খুব কম বলিউড ছবির প্রচার হয়েছে কলকাতাতে। তাই বরুণ আসতেই আর নিজেদের সামলাতে পারলেন অনুরাগীরা। নিরাপত্তা জোরদার করতে কড়া পুলিশি ব্যবস্থাও ছিল। আরও পড়ুন: ‘শ্যাম বাহাদুর’-এর শ্যুটে কলকাতায় ভিকি কৌশল, কোথায় গেলে দেখা পাবেন তাঁর?