অ্যামাজন অরিজিনালের জনপ্রিয় ওয়েব সিরিজ 'পঞ্চায়েত'। ২০ মে এই ওয়েব সিরিজের দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা ছিল। পরিচালনায় দীপক কুমার মিশ্র। সিরিজটিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব এবং নীনা গুপ্তা। সিরিজটি আবার আমাদের ফুলেরা গ্রামে অভিষেকের (জিতেন্দ্র) জীবন যাত্রায় নিয়ে যাবে। যদিও ইতিমধ্যেই প্রিমিয়ার হয়ে গিয়েছে এই ওয়েব সিরিজ।
পেশায় জিতেন্দ্র একজন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট। তিনি ফুলেরার পঞ্চায়েত অফিসে সেক্রেটারি হিসেবে যোগ দিয়েছিলেন। অ্যামাজন প্রাইম ভিডিয়ো ইন্ডিয়ার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে ‘পঞ্চায়েত সিজন ২’-এর প্রথম-লুক পোস্টার শেয়ার করে, ২০ মে থেকে নতুন সিজন প্রিমিয়ারের কথা ঘোষণা করা হয়েছিল। তবে জনপ্রিয় এই ওয়েব সিরিজ নির্ধারিত সময়ের দুদিন আগেই মুক্তি পেয়েছে। বহুল প্রত্যাশিত ওয়েব সিরিজটি ১৮ মে বুধবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে। আরও পড়ুন: ‘কান’-এ সাদা পোশাকে হিনা, কালোতে তামান্না, টেলি নায়িকা হেলি শাহও নজর কাড়া লুকে