পোশাক নিয়ে তারকাদের কুরুচিকর আক্রমণ কিছু নতুন নয়। কখনো দেখা যয়, সেগুলো দেখেও এড়িয়ে চলে যান তাঁরা। আবার কখনো, দেন কড়া জবাব। সম্প্রতি ছিল কোন গোপনে মন ভেসেছে-র ‘ত্রিশা ভৌমিক’ অর্থাৎ শ্রীতমা রায়চৌধুরীর জন্মদিন। আর সেখানেই সেজেগুজে হাজির হয়েছিলেন গোটা টিম। ছিলেন তনুশ্রীও।আর ভ্লগ দিতেই আক্রমণ করা হয় তাঁকে।
পর্দায় মা-জেঠিমাদের চরিত্রে অভিনয় করলেও, তনুশ্রীর বয়স এখনও পেরোয়নি ৪৫-এর গণ্ডি। কালো নুডলস স্ট্র্যাপের ওয়ান পিস পরেছিলেন তনুশ্রী। তাতে ফ্লাওয়ার প্রিন্ট। কিন্তু দেখা গেল জনৈক এক নেটিজেন তনুশ্রীর পোস্টে লেখেন, ‘বুড়ো বয়সে কী ড্রেস আপ’! তাতে তনুশ্রী জবাব দেন, ‘আপনি কচি বয়সে বোরখা পরে থাকুন না। আর আপনার বাড়ির লোকেদেরও পরান। কেউ তো বারণ করেনি। আমি আমার টাকায় ড্রেস কিনে পরেছি। এত হিংসে করবেন না প্লিজ। আপনারও হবে।’
আরও পড়ুন: যিশুর ‘পরকিয়া চর্চা’ ফের তুঙ্গে! ‘পারফেক্ট ফ্যামিলি’র পাঠ দিয়ে কী লিখল নীলাঞ্জনা
আরেকজন লেখেন, ‘বুড়ি কি পরেছে, আয়নার সামনে দেখে না’। এতে তনুশ্রীর থেকে জবাব আসে, ‘দেখি তো দিদি। আমি আয়না দেখে খুশি হই। আর আপনারা দুঃখ পান।’
আরও পড়ুন: ৬৭ বছর বয়সে এসেও বাবার আদুরে ছেলে সানি, ছোট্ট বাচ্চার মতো চুমু খেলেন ধর্মেন্দ্র
আপাতত তনুশ্রীকে দুটি ধারাবাহিকে দেখা যাচ্ছে। কোন গোপনে-র পাশাপাশি, তিনি কাজ করছেন সদ্য শুরু হওয়া বুলেট সরোজিনীতেও। সেখানে তনুশ্রীর লুক বেশ আধুনিকার। যদিও পজিটিভ না নেগেটিভ চরিত্র, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু এরইমধ্যে বেশ চর্চায় সেই মেগা।
আরও পড়ুন: এ যেন কোনো মহারানি! জাহ্নবীর কান ২০২৫-র লুক ফাটাফাটি, পোশাক ধরে পিছনে ওটা কে?
থিয়েটার থেকে অভিনয় জীবন শুরু তনুশ্রীর। তার আগে অবশ্য দীর্ঘসময় নিউজ রিডার হিসেবেও করেছেন কাজ। ২০১০ সাল থেকে কাজ করছেন টলিউডে। মূলত সিরিয়ালেই দেখা গিয়েছে তনুশ্রীকে। ফেলনা, হৃদ মাঝারে, এক্কা দোক্কা, আলো ছায়া, সোনা রোদের গান, রানি রাশমনি, কপাল কুণ্ডলা-র মতো ধারাবাহিকে দেখা গিয়েছে তনুশ্রীকে। নিম ফুলের মধু ধারাবাহিকের সঙ্গে যুক্ত ছিলেন প্রায় আড়াই বছর ধরে।