বলিউডের বাদশাহকে নিয়ে নতুন এক তথ্য দিলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। নিউজএক্সের সঙ্গে কথা বলার সময় তাপসী শাহরুখ খানকে নিয়ে বলেন, তিনি কাজের প্রতি ১০০ শতাংশ ডেডিকেটেড। তাপসী আরও বলেন যে শাহরুখ খান কোনওকিছুতে বিভ্রান্ত না হয়ে যা করা দরকার তা করেন।
আরও পড়ুন: (দশেরার উদযাপনে একত্রিত হলেন ‘কিউকি সাস...’ জনপ্রিয় স্মৃতি-জয়া, খুশি ভক্তরা)
শাহরুখের প্রশংসা
শাহরুখের ভূয়সী প্রশংসা করে তাপসী বলেন, ‘আপনি যখন সেখানে থাকবেন তখন আপনি কী করছেন তা কোনও ব্যাপার নয় আপনার ১০০ শতাংশ দিন। আপনি যখন কর্মক্ষেত্রে বা বাড়িতে থাকবেন বা যে কাজই করুন না কেন, সেখানে ১০০ শতাংশ দিন। তাই এটা একটা জিনিস আমার মনে আছে। ওঁর কাছে ৫০টা জিনিস থাকতে পারে, কিন্তু ওঁ যখন রিহার্সেলে থাকে, তখন ওঁ ১০০ শতাংশ থাকে। অপেক্ষা করার মানুষ না সে, তাঁর কথায় ‘ঠিক শেষ করো,পরের পর্বে যাই।’
আরও পড়ুন: (‘অনবদ্য মানুষ...’ রতন টাটার সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণা পাকিস্তানি গায়ক জোহেবের)
আরও পড়ুন: (তুম্বাদ-এর ৬ বছর পূর্তিতে নতুন ছবি ঘোষণা সোহমের, নতুন বছরে আসছে কী?)